খেলাঘর,
জানি ভেঙে যাবে কোন এক অবেলায়,
আকস্মিক কোন ঘূর্ণিবাতে, সবার অলক্ষে
অযত্ন অবহেঅযত্ন অবহেলায় ।
হয়তো,
শোকসভার আদলে কালোবেজ-
বুকে ধারণ করে শোকবাক্য রচিত হবে-
জনে জনে অল্প সময়ের তরে ।
স্মৃতি,
সোনালী রঙ ধারণ করে বুকের মাঝে,
নতুন অতিথিদের জন্য,
রূপকথার গল্পের মত তাদের প্রাণে আনন্দের দোলা দেবে ।
আমরা,
হারিয়ে যাবো যান্ত্রিক কোলাহলে রোজ ,
খোঁজে নিব আপন ঠিকানা ।
কাজের ফাঁকে কুড়িয়ে পাওয়া অবসরের-
পড়ন্ত কোন এক বিকেলে হারিয়ে যাবো,
আমাদের খেলাঘরে ।
ক্ষণে ক্ষণে হয়তো ঠোটের কোণে হাসির বান বইবে-
পুরোনো কোন সুখ স্মৃতিতে আর,
দীর্ঘশ্বাসে তা মিলিয়ে পাংশু হবে মুখটা !
খেলাঘর,
জানি ভেঙে যাবে কোন এক অবেলায়,
আবার তা গড়ে উঠবে কোন এক রঙিন প্রভাতে !
বেড়ে উঠবে নবীনদের মাঝে নতুন রঙের গল্পে !
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৬ রাত ১১:০১