-খাঁচায় বন্দী পাখি দেখেছো কখনো?
- হুম। আমি নিজেও খাঁচায় পুষি।
- কেমন দেখায়?
- কেমন আবার, ওরা দেখতে যেমন!
- শব্দ করে? কথা কয়?
- পাখির আবার কথা কিসের! খায় দায়
এপাশ ফিরে; ওপাশ ঘুরে!
- হাসে? গান করে সুখে?
- কি করে বলবো? আমি কি আর ওদের মতন!
হাসি কান্না ধরার সাধ্য কোথায়!
- তুমি হাস? গান গাও অজান্তে?
- সময় কখন হাসি কান্নার, গান বাজনার?
সকাল সন্ধ্যে কাটে আমার দায়িত্বে, কর্তব্যে!
- কিসের এত কম্ম তোমার?
- অনেক! সবার মন জোগাতে আর তারিফ কুঁড়াতে কখন যে সময় চলে যায় বুঝতেই পারি না।
- টিভি দেখ সময় করে?
- ওরা যা দেখে তাই বসে শুনি!
- ঘুরো তুমি ছুটির দিনে?
- কেমন কথা! মেয়ে মানুষের ঘুরা কি গো!
সময় তাদের সংসারেতে, স্বামীর পকেট আগলে রাখতে!
- খাঁচায় বন্দী পাখি চেন?
- চিনবো কি আর! আমার চেয়ে কে আছে আর!
গতর খাটাই, শরীর বিলাই খেয়ে পরে দিন কেটে যায়,
পাখির খবর নেওয়ার মতন সময় কোথায়?
- মুক্ত হবে খাঁচা থেকে?
- পারবো না গো! কোথায় যাবো মুক্ত হয়ে?
সমাজ টা যে বড় খাঁচা!
- তাহলে?
-মুক্ত হবো পরজন্মে, শুভ্র নীলের ঐ আকাশটা
তখন শুধুই আমার!
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৬ রাত ১০:২৪