ওয়ারফেইজের গানগুলো কেন যেন আমার কাছে একদম অন্যরকম লাগে। যতদূরেই থাক রবে আমারি, হারিয়ে যেয়োনা কখনও তুমি... কেমন শূণ্য শূণ্য ব্যাকুলতা। আবার, হে সমাজ আমি চাইনা তোমার আশ্রয় বলে চিতকার করে গাওয়া অসামাজিক গানটা কেমন শক্তিশালী প্রকাশভঙ্গি!
আর অন্যদিকে, ধূপছায়া গোধূলী বেলা গানের এইটুকু শব্দই কেমন যেন একটা ঘোরে নিয়ে চলে যায়! যেন ধূপের মাঝে ডুবে গোধূলীর আলো আঁধারিতে হেঁটে চলেছি...
গানটা অনেকক্ষণ শুনলাম। তাই লিরিকটাও সাথে রেখে দিলাম...
ধূপছায়া গোধূলী বেলায়
তুমি কাছে এসো
সুখ ছোয়া রূপসী রাতে
তুমি ভালোবেসো
তুমি ভালোবেসো শুধু আমাকেই
হৃদয়ে ধরে রেখো
মেঘ এসে যদি কোনদিন এ মন ছুয়ে যায়
ঝড় এসে যদি কোনদিনও হৃদয় ভেঙ্গে দিয়ে যায়
প্রেমেরই অরণ্যে ব্যাকুল তুমি কোনদিন ভুলে যেয়ো না
তুমি ভালোবেসো শুধু আমাকেই... ... হৃদয়ে ধরে রেখো।
বিষাদে যদি কোনদিনও এ মন কাদে বেদনায়
বিরহ যদি উকি দেয় মনে দিন কাটে নিরাশায়
পিয়ানোর সুর আমার এ গান কোনদিনও ভুলে যেয়োনা
ধূপছায়া গোধূলী বেলায়...
... হৃদয়ে ধরে রেখো...