এই ছেলেমেয়েদের জন্য কিছু করতে পারিনা, ইচ্ছে করে যদিও। একটা পোস্ট দেখে কিছু লিখতে ইচ্ছে করলো। লেখাটা হলো-- ওদের দরকার একটুখানি সাপোর্ট। । কিছু অংশ তুলে দিচ্ছি--
পথশিশুদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করতে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে।তারমধ্যে অন্যতম হল ``আশ্রয় Asroy`` নামের একটি সংগঠন।বিভিন্ন সংকীর্ণতার কারণে এই সংগঠনটি যদিও তেমন বিস্তৃত হতে পারেনি,তবুও ইতোমধ্যে তারা ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহীতেও তাদের কার্যক্রম শুরু করেছে।এবছর তাদের কার্যক্রমের মধ্যে অন্যতম হচ্ছে রমজানে এইসব পথকলিদের নিয়ে ইফতার মাহফিল;তাদের মধ্যে শিক্ষা সামগ্রী,কাপড়,বিভিন্ন সময়ে খাদ্যদ্রব্য ইত্যাদি বিতরণ।এমনকি এই কুরবানীর ঈদেও ওরা বঞ্চিত থাকেনি।গরু কিনে কুরবানী করে শুধুমাত্র এইসব ছিন্নমূলদের মাঝেই বিতরণ করা হয়েছে।এমনকি আশ্রয় কিছু শিশুর স্থায়ী দায়িত্বও নিয়েছে।আর এই সংগঠটির কার্যক্রমের একটা অংশ পরিচালিত হয় সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে ``আশ্রয় Asroy`` নামে তাদের পেজ আছে যেখনে তাদের কর্মসূচী এর বিভিন্ন কার্যক্রমের ছবি আছে।আমাদের তরুণ সমাজই পারি দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে,আমরাই পারি সোনার বাংলাদেশ গড়তে।
এরকম সুন্দর কাজে যারা আত্মনিয়োগ করতে পারেন, তাদের আমার আসলেই খুব ভাগ্যবান মনে হয়। অন্তত কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পারেন তারা। আশ্রয় ASROY -- এদের মতন আরো যারা সুন্দর কাজগুলোতে লেগে আছেন মানুষের পাশে দাঁড়ানোর ব্রত নিয়ে -- তাদের জন্য অনেক শুভকামনা।
আশ্রয়ের ফেসবুক পেজ থেকে তাদের কাজগুলো দেখে ভালো লাগলো
এরকম সুন্দর কাজগুলোতে আমরা সবাই একটু একটু করে এগিয়ে আসলে বঞ্চিত শিশুদের অনেক উপকার হত। দেশেরও হতো। অনেক ভালো লাগা থেকে একটা লেখাই লিখে ফেললাম আজ।
এমন অনেক ভালোলাগা হোক আমার
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১০ রাত ৩:০৫