একটি স্মার্টফোন কিনতে চাই। আপনাদের এক্সপেরিয়েন্সের ভিত্তিতে দয়াকরে নিচের সুবিধা যুক্ত ফোনের মডেল করবেন।
১। ফোনে ওয়াইফাই হট স্পট ফাংশন থাকতে হবে।
২। স্পিড ভাল থাকতে হবে (মান সম্মত প্রসেসর, র্যাম ও জিপিইউ)
৩। ইন্টারনেট ব্রাউজ স্পিড ভাল থাকতে হবে
৪। টক টাইম ভাল থাকতে হবে (ব্যাটারী ব্যাকআপ)
৫। মধ্যম মানের ক্যামেরা
৬। ডিসপ্লে প্রটেকশন থাকতে পারে
৭। স্ক্রিন খুব বড় না হলেও চলে তবে চাটস্ক্রিনে ফিংগার প্রিন্ট যেন না বসে