কিছুদিন ধরে ব্লগে য্যামেনে ক্যাচাল লাগছে !! কেডায় ছাগু আর কেডায় ছাগু না তা নিয়া সাধারণ পাবলিকে তো নাজেহার হয়া যাইতিছে। এতদিন জাইনতাম মুক্তিযুদ্ধ বিরোধী জামাত শিবিরেরা ছাগু। অখন দেখতেয়াছি, বেশির ভাগ মুসলিম যাগো দাড়ি টুপি আছে, এবং ক্ষেত্র বিশেষে কিছু হিন্দু যারা হক কতা কয় ও বিশেষ গোত্রের (ব্লগ নাগরিক) মত বিরুদ্ধ কতা কয়, তারা হগ্গলেই ছাগু।
মাথাডা খালি বন বন করতেয়াছে। আসল ছাগুরা তো খুশিতে বাগবাকুম বাগমাকুম করতেয়াছে, আম পাবলিকে ছাগুট্যাগ পাইছে তাই !!
তাই আসুইন যে... আমরা নতুন ট্যাগ বানাই, তাগো বিরুদ্ধে...
### যারা সাধারণ পাবলিকরে জুর কইরা ছাগু ট্যাগ দ্যায়,
### যারা মুক্তিযুদ্ধরে ব্যবহার কইরা মুসলিম বিদ্ব্যেষী কতা কয়
### দেশ বিরোধী কোন কথা বা প্রপাগান্ডা চালাইলে বা পার্শবর্তী কোন দেশের পক্ষে দালালি করলে ও তাকে "শুকু" ডাকা হোক।
ইত্যাদি....
আপাতত এই তিনডা মনে পড়িছে, আপনেরা আরও কইন..
অখন আসেন তাগো নাম কি হইব....
যদি কই "শুকর" তাইলে বড় খারাপ শুনায়, তার চাইতে আদর কইরা কওন যায় : "শুকু"
তাইলে ব্লগে শুকু সম্রাট পাওন যাইব, শুকুর ল্যাইগ্যা ডাস্টবিনের ময়লা দেওন যাইব... সব হইব...
আপনেরা কিতা কন ?
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৮