প্রধানমন্ত্রী মিস শেখ হাসিনা জীবিত থাকতে, বিনোদনের খোরাক হবেন স্বরাষ্ট্রমন্ত্রী তা তো হতে দেয়া যায় না !
এতদিন ধরে আমাদের নিখাদ বিনোদনের যোগান দিতেছেন বাংলাদেশের গত এবং আগামী ৪০ বছরের মধ্যে সবচেয়ে সফল স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ! বিনোদন সরবরাহের জন্য তিনি ছিলেন আমার খুব প্রিয় !
কিন্তু দেশের প্রধান মন্ত্রী জীবিত থাকতে এই রকম ভাবে বিনোদনের খোরাক হবেন স্বরাষ্ট্রমন্ত্রী তা তো হতে দেয়া যায় না !
তাই আপনাদের সামনে এইবার তথ্য বহুল বিনোদন নিয়ে এসেছেন, একাধিক সোনার মেডেল প্রাপ্ত, বিশেষ বিশেষ ডিগ্রিধারী আমাদের প্রাণ প্রিয় প্রধানমন্ত্রী মিস শেখ হাসিনা ! আসুন আমরা উনার দেয়া তথ্য বহুল বিনু-দুন উপভোগ করি আর প্রধানমন্ত্রী মিস শেখ হাসিনাকে সাহিত্যে নোবেল দেবার জন্য আবেদন করি !!!
প্রধানমন্ত্রী মিস শেখ হাসিনা শুক্রবার ওসমানী স্মৃতি মিলনায়তনে 'আন্তর্জাতিক নজরুল সম্মেলন-২০১১'র উদ্বোধন-কালে বিনোদন প্রিয় জাতির উদ্দেশ্যে নিমোক্ত তথ্যবহুল বিনোদন বাক্য রচনা করেনঃ
তথ্যবহুল বিনোদন বাক্য ১.
"নজরুলের মতো বঙ্গবন্ধু রাজনীতির কবি ।
তথ্যবহুল বিনোদন বাক্য ২.
"আদর্শ ও দর্শনগত দিক থেকে নজরুল এবং বঙ্গবন্ধু ছিলেন একই সমান্তরালে।"
তথ্যবহুল বিনোদন বাক্য] ৩.
"আওয়ামী লীগ ও স্বাধীনতা যুদ্ধের অমর স্লোগান ‘জয় বাংলা’ বঙ্গবন্ধু নজরুলের কাছ থেকেই সংগ্রহ করেছিলেন ।"
তথ্যবহুল বিনোদন বাক্য ৪.
"নজরুল তার কবিতায় যে বিদ্রোহের স্বপ্ন দেখেছিলেন তার স্বার্থক প্রকাশ বঙ্গবন্ধুর মধ্যে।"
তথ্যবহুল বিনোদন বাক্য ৫.
"কবি কাজী নজরুল ইসলাম শোষণের বিরুদ্ধে নারীকে সরাসরি বিদ্রোহ করার আহ্বান জানিয়েছিলেন। আমিও(প্রধানমন্ত্রী মিস শেখ হাসিনা) নারীদের বিদ্রোহী হওয়ার আহ্বান জানাই।"
-------------------------------------
তথ্যবহুল বিনোদন বাক্য ২ থেকেঃ
"আদর্শ ও দর্শনগত দিক থেকে নজরুল এবং বঙ্গবন্ধু ছিলেন একই সমান্তরালে।"
তথ্যবহুল বিনোদন বাক্য ৫ থেকেঃ
"নারীকে সরাসরি বিদ্রোহ করার আহ্বানে নজরুল এবং প্রধানমন্ত্রী মিস শেখ হাসিনা একই সমান্তরালে।"
---------------------------------------------------------------------------
এখন নজরুল এর সম্মান রক্ষা করতে এই রকম তথ্যবহুল বিনোদন বাক্য রচিত হওয়ায় ব্যাথিত মনে খুব বলতে ইচ্ছে করেঃ
" নজরুল, আসিয়াছ এই দেশে করিয়াছ জীবনের মহা ভুল !"
---------------------------------------------------------------------------
কে কি রকম বিনু-দুন খাইবেন জানি না, তবে আর যাই করেন
আমাকে কেউ জামাতী/শিবির ট্যাগ খাওয়াবেন না ! ওই বিশেষ গুষ্টিকে(জামাতী/শিবির) নিয়ে কথা বলতে আমার রুচিবোধ হয় না !
তথ্যসুত্রঃ
বাংলা এক্সপ্রেস
আমার দেশ অনলাইন
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১১ রাত ৩:৩২