** ১. অপরাজেয় বাংলা :
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মরণে নিবেদিত, এবং তিনজন মুক্তিযোদ্ধাকে চিত্রায়িত করা এই ভাস্কর্যটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্হিত। এটি নির্মাণ করেন মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল্লাহ খালিদ। ১৯৭৩ সালে ভাস্কর্যটি তৈরি করা শুরু হয়। এর কাজ শেষ হয় ১৯৭৯ সালে। ৬ ফুট বেদীর উপর নির্মিত এর উচচতা ১২ ফুট, প্রস্থ ৮ ফুট ও ব্যাস ৬ ফুট।
১৯৭৩ এ নির্মীত অপরাজেয় বাংলার মডেল ভাস্কর্যের ছবি এটি। এর উচ্চতা ছিল তিনফুট। পরবর্তীতে এই ভাস্কর্যটি অবলম্বনে চারগুন বড় একটি ভাস্কর্য তৈরী করেন শিল্পী ও তার দল ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবন চত্তরে।
১৯৭৩ তে যখন স্বাধীনতা ভাষ্কর্যের প্রাথমিক কাজটি শেষ হয় তখন সেকাজটির ওপর ২২ জুলাই ১৯৭৩ এ একটি উপসম্পাদকীয় লিখেন সাংবাদিক সালেহ চৌধুরী দৈনিক বাংলায়। শিরোনাম, 'অপরাজয় বাংলা'। মজার ব্যাপর হলো সেই থেকে লোকমুখে মুখে শ্রুত হতে হতে স্বাধীনতার এই ভাষ্কর্যটির নাম অপরাজেয় বাংলা হয়ে যায়।
নারী মূর্তিটির মডেল হাসিনা আকতার।
অপরাজেয় বাংলার রাইফেল হাতে মূর্তির মডেল সৈয়দ হামিদ মকসুদ। তিনি ১৯৭৩ সালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।
অপরাজেয় বাংলার মাঝের মূর্তিটির মডেল বদরুল আলম বেনু। তিনি শুধু একজন মডেলই ছিলেন না ছিলেন সৈয়দ আবদুল্লাহ খালিদের একান্ত সহযোদ্ধা। ১৯৭৩ থেকে ১৯৭৯পর্যন্ত সকল চড়াই উৎরাইতে শিল্পী আবদুল্লাহ খালিদের সাথে যে দুইজন সর্বান্ত ভাবে জড়িত ছিলেন তার এক জন হলেন তৎকালিন চারুকলার ছাত্র বদরুল আলম বেনু আর অন্যজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঢাকসু'র সাংস্কৃতিক সম্পাদকম. হামিদ।
১৯৭৯ এ অপরাজেয় বাংলার নির্মান কাজ করছেন ভাষ্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ ও বদরুল আলম বেনু।
সৈয়দ আব্দুল্লাহ খালিদ
১৯৮৪ সালের একটি ছবি
** ২. শহীদ মিনার :
ঢাকা মেডিকেল প্রাঙ্গনে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারটি ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত।
ইতিহাস
১ম শহীদ মিনার
>>১৯৫২ সালের ২৩ শে ফেব্রুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয় ও আরো কিছু স্কুল কলেজের ছাত্রদের সহায়তায় ১ম শহীদ মিনারটি নির্মিত হয়।
>>সাঈদ হায়দার এর মূল পরিকল্পনা ও নকশাকারী।
>>কার্ফু চলাকালে ২২ শে ফেব্রুয়ারী মাঝরাতে মিনারটি তৈরির প্লান করা হয়, ছাত্রদের অনুরোধে পারূ সরদার সমস্ত খরচ ও সরঞ্জাম সরবরাহ করেন।
>>২৩ শে ফেব্রুয়ারী বিকালে কাজ শুরু হয় এবং মধ্যরাতে সম্পন্ন হয়।
>>মিনারটির নাম দেয়া হয় 'শহীদ স্মৃতিস্তম্ভ'। এটি লম্বায় ছিল ১০ ফুট, চওরায় ৬ ফুট।
প্রথম শহীদ মিনার
২য় পর্যায়ে নির্মাণ
>>১৯৫৬ সালে হামিদুর রহমান নকশা প্রস্তুত করেন।
>>'দুপাশে দুই পতিত সন্তানকে নিয়ে মা দন্ডায়মান'।
>>১৯৫৭ সালের নভেম্বরে হামিদুর রহমান ও নভেরা আহমেদ এর তত্ত্বাবধানে নির্মাণ কাজ শুরু হয়। ১৯৬৩ সালে কাজ মুটামুটিভাবে সম্পন্ন হয়।
>>১৯৬৩ সালের ২১ শে ফেব্রুয়ারিতে এটি উদ্বোধন করেন শহীদ আবুল বরকতের মা হাসিনা বেগম।
>>১৯৭১ সালে পাকিস্থানি বর্বররা এটি আবারো ধ্বংস করে ফেলেন।
বর্তমান শহীদ মিনার
>>হামিদুর রহমানের মূল নকশা একটু সংশধন করে ১৯৭৩ সালের ৫ ই মে কাজ শুরু করা হয়।
>>এরশাদ সরকারের সময় থেকে বর্তমান শহীদ মিনারের যাত্রা শুরু হয়।
তথ্যসূএ ইন্টারনেট থেকে।
চ ল বে ......(পর্ব - ০২ তে থাকসে জাতীয় স্মৃতিসৌধ এবং জাতীয় সংসদ ভবন)