অস্ট্রিয়ায় উচ্চশিক্ষা
পুরো নাম: রিপাবলিক অব অস্ট্রিয়া।
ভাষা: জার্মান (অফিশিয়াল)।
ধর্ম: রোমান ক্যাথলিক ৭৮%, প্রোটেস্ট্যান্ট ৫%, অন্যান্য ১৭%।
আয়তন: ৮৩,৮৭০ বর্গকিলোমিটার।
জনসংখ্যা: ৮১,৭৪,৭৬২।
জনসংখ্যার ঘনত্ব: ৯৭/বর্গকিলোমিটার।
রাজধানী: ভিয়েনা।
প্রধান শহর: ভিয়েনা, ইনসব্রুক, সালজবুর্গ।
সাক্ষরতার হার: ৯৮%।
মাথাপিছু আয়: ৩০,০০০ ডলার।
মুদ্রা: ইউরো (১ ইউরো=৮০.৩০২৯ টাকা)।
বাংলাদেশের সাথে সময়ের পার্থক্য: -৫ ঘন্টা।
আন্তর্জাতিক ডায়ালিং কোড: ০০৪৩
অস্ট্রিয়া ইউরোপীয় ইউনিয়নভুক্ত উন্নত একটি দেশ। দেশটির অবস্থান মধ্য ইউরোপে। নয়টি রাজ্যের সমন্বয়ে গঠিত এ দেশটি ১৯১৮ সালে প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি পেলেও পূর্ণ সার্বভৌমত্ব পায় ১৯৫৫ সালে এবং ১৯৯৫ সালে ইউরোপীয় ইউনিয়নভুক্ত হয়। দেশটির শিক্ষা কার্যক্রম ইউরোপের অন্যান্য দেশের মতোই উন্নত। তাছাড়া অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এ দেশটির ইউরোপীয় সমাজব্যবস্থা ও উন্নত জীবনমান বিদেশি ছাত্রদের আকর্ষন করে। যার ফলে বর্তমানে আমাদের দেশ থেকে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অস্ট্রিয়ায় পড়তে যাচ্ছে।
শিক্ষাব্যবস্থা: উচ্চশিক্ষার জন্য অস্ট্রিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আন্ডার-গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট/মাস্টার্স, ডিপ্লোমা, পিএইচডি/ডক্টরাল ও বিভিন্ন সার্টিফিকেট কোর্স বিদ্যমান। এ সমস্ত কোর্সগুলোর শিক্ষামান আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য। এ দেশে আন্ডার-গ্র্যাজয়েট ও গ্র্যাজুয়েট কোর্স এর মেয়াদ সাধারনত ৪ বছর।
যে যে বিষয়ে পড়তে যেতে পারেন: এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মেডিক্যাল সায়েন্স ও মেডিসিন (এনাসথেসিওলজি, কার্ডিওলজি, ডারমেটোলজি, ভেনেরোলজি, গাইনোকোলজি, ইসিওনোলজি, কেমোথেরাপি, ইন্ডোক্সিনোলজি, গ্যাস্ট্রোয়েন্টারোলজি, হেমাটোলজি, নেফরোলজি, নিউক্লিয়ার মেডিসিন, অর্থোপেডিক, সার্জারি, প্যাথলজি, রেডিওলজি, ইউরোলজি ইত্যাদি), আর্কিটেকচার, প্লাস্টিক আর্টস এন্ড ডিভাইস, ফইন আর্টস, ভিজ্যুয়াল কমিউনিকেশন, মিউজিক, ম্যানেজমেন্ট, ট্যুরিজম, হোটেল এন্ড ক্যাটারিং ম্যানেজমেন্ট, বিজনেস এডমিনিস্ট্রেশন, ইন্টারন্যাশনাল রিলেশন্স, ল, একাউন্টিং, মার্কেটিং, ইনফরমেশন সায়েন্স, সোশ্যাল সায়েন্স, টেলিকমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, ফাইন্যান্স, মিডিয়াসহ আরো অনেক যুগোপযোগী বিষয় চালু রয়েছে।
পড়াশোনার ভাষা: অস্টিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারনত জার্মান ভাষায় শিক্ষাদান করা হয়। তাই এদেশে পড়াশোনা করতে হলে জার্মান ভাষা জানা বাধ্যতামূলক। অনেক অস্ট্রিয়ান বিশ্ববিদ্যালয়ই বিদেশি ছাত্রদের জার্মান ভাষার উপর কোর্স করায়। তবে আগে থেকে জার্মান ভাষা জানা থাকলে অস্ট্রিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া সহজ হয়। জার্মান ভাষা শিক্ষার জন্য ঢাকাস্থ জার্মান কালচারাল সেন্টারে যোগাযোগ করুন।
পড়াশোনার খরচ: অস্ট্রিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বার্ষিক টিউশন ফি প্রায় ৪৮,০০০ টাকা। এছাড়া বই বাবদ প্রায় ৪,৮০০ থেকে ৮,৪০০ টাকা এবং জীবন-যাপন বাবদ বছরে প্রায় ৩,৬০,০০০ টাকা থেকে ৪,২০,০০০ টাকা খরচ হয়। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন:
Austrian Foreign Student Service
University of Vienna, Dr. Kar Lueger Ring, (1/Stiege ix) A 1010 Wien, Austria.
থাকা-খাওয়া ও অন্যান্য খরচ: অস্ট্রিয়ায় থাকা-খাওয়া ও অন্যান্য ব্যক্তিগত খরচ বাবদ বছরে প্রায় ৪,২০,০০০ টাকা থেকে ৪,৫০,০০০ টাকা পর্যন্ত খরচ হয়।
কাজ করার সুযোগ: ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্যান্য দেশের মতো এদেশেও ছাত্ররা সপ্তাহে প্রায় ১৫ থেকে ২০ ঘন্টা পার্টটাইম কাজ করতে পারে। তাছাড়া ছুটির মসয় ফুলটাইম কাজ করা যায়।
আবেদন ও ভর্তি প্রসেসিং: অস্ট্রিয়ার শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ভর্তি প্রক্রিয় অন্যান্য ইউরোপীয় দেশের মতোই। তবে এক্ষেত্রে সাধারনত ভর্তির ছয়মাস পূর্বে শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করতে হয়।
ভিসা প্রসেসিং: অন্যান্য ইউরোপীয় দেশের মতোই অস্ট্রিয়ার ক্ষেত্রেও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র, আর্থিক সামর্থ্যের প্রমাণপত্র, পাসপোর্টসহ অন্যান্য অনুষঙ্গিক কাগজপত্র নিয়ে দিল্লিস্থ অস্ট্রিয়ান দূতাবাসে ভিসার জন্য সাক্ষাৎ করতে হবে।
স্কলারশিপ:
Afro Asian Institute – এর স্কলারশিপ:
Afro Asian Institute (AAI) Study Advisory Department অস্ট্রিয়ান বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এমন যে কোন বিষয়ে ‘Afro Asian Institute Scholarships’ – নামে ১ বছর মেযাদি (নবায়নযোগ্য) একটি স্কলারশিপ প্রদান করে থাকে। স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে প্রতিমাসে প্রায় ২৭ হাজার টাকা থেকে ৩৬ হাজার টাকা প্রদান করা হয়। প্রার্থীকে ৩০ বছরের কম বয়সের হতে হবে এবং শিক্ষাগত ফলাফল ভালো হতে হবে। ৩০ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে। যোগাযোগ:
Afro Asian Institute, Study Advisory Department, Turkenstrasse 3, A-1090 Vienna, Austria.
Federal Ministry of Foreign Affairs – এর স্কলারশিপ:
www.facebook.com/gwec2
এ প্রতিষ্ঠান থেকে যে কোন প্রধান বিষয়ে ‘North South Dialogue Program’ নামে ৩ বছর মেযাদি (নবায়নযোগ্য) একটি স্কলারশিপ প্রদান করা হয়। স্কলারশিপ প্রাপ্তদেরকে প্রতিমাসে প্রায় ৩৭ হাজার টাকা প্রদান করা হয়। প্রার্থীকে স্নাতক বা সম্মন/সমমান ডিগ্রি অর্জন করতে হবে। এ স্কলারশিপ এর জন্য যেকোন সময় ভারতে অবস্থিত অস্ট্রিয়ান দূতাবাসের মাধ্যমে আবেদন করতে হবে। এছাড়াও যোগাযোগ করতে পারেন-
Federal Ministry of Foreign Affair, Minoritenplatz 9, 1010 Wien, Austria.
University of Music and Performing Arts – এর স্কলারশিপ:
এ বিশ্ববিদ্যালয় মিউজিকের উপর ভালো দক্ষতা আছে এমন শিক্ষার্থীকে মিউজিকে ৯ মাস (নবায়নযোগ্য) মেয়াদি একটি স্কলারশিপ প্রদান করে থাকে। স্কলারশিপ প্রাপ্তদেরকে প্রতি মাসে প্রায় ৫৭ হাজার টাকা প্রদান করা হয়। এ স্কলারশিপ এর জন্য প্রার্থীদেরকে ফেব্রুয়ারীর মধ্যে ভারতে অবস্থিত অস্ট্রিয়ান দূতাবাসের মাধ্যমে আবেদন করতে হবে। এছাড়াও যোগাযোগ করতে পারেন-
University of Music and Performing Arts,
Lothrin Gerstrasse 18, Posffach 146, 1037 Wien, Austria.
www.facebook.com/gwec3
অস্ট্রিয়ার প্রধান কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান
University of Vienna
১৩৬৫ সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা শহরে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়টি খুবই প্রাচীন একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে ৪,০৪০ জন শিক্ষকের তত্তাবধানে প্রায় ৬৩,৬০০ জন ছাত্র-ছাত্রী পড়াশোনা করছে।
শিক্ষাবর্ষ: একানে প্রতি অক্টোবর থেকে জুন পর্যন্ত শিক্ষাবর্ষ চলে।
ভর্তি যোগ্যতা: ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ হতে হবে। জার্মান ভাষায় দক্ষাতা থাকতে হবে।
খরচ: এখানে বার্ষিক টিউশন ফি সাধারনত ১,৩২,০০০ টাকা।
যোগাযোগ: University of Vienna, Dr. Kar Lueger Ring 1, A 1010 Vienna, Austria.
Tel: +43142770, Fax: 0043142779120,
International Office: +431427718241
Email: public@univie.ac.at
Web: http://www.univie.ac.at
The International University:
Vienna Campus
Mondscheingasse 16
A-1070 Vienna, Austria
Web: http://www.iuvienna.educampusonline.com
Medical University of Vienna:
Spitalgasse 23
1090 Vienna, Austria
Tel: +43 (0)1 40160 – 0
Fax: +43 (0)1 40160 – 910 000
Web: http://www.meduniwien.ac.at
আমাদের পোষ্ট যদি আপনাদের সামান্য ভাল লেগে থাকে অথবা উপকারে এসে থাকে তবে
শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন।
পেইজে প্রতিদিন নিয়মিত লাইক না দিলে
আপনি আর
আমাদের পোস্ট দেখতে পাবেননা।তাই
প্রতিদিন নিয়মিত পোস্ট দেখতে লাইক দিয়ে পেইজে একটিভ থাকুন।আমাদের পোষ্ট
গুলো যদি আপনার ভাল
লাগে তাহলে অবশ্যই কমেন্ট
করে জানাবেন।আপনার
যদি লিখতে কষ্ট হয় তাহলে সংক্ষেপে কমেন্ট
করুন= T= (Thanks)
N= (Nice)
E= (Excellent)
V= (Very Fine)
G= (Good)
O= (Osthir) লিখে কমেন্ট করবেন।তাহলে আরো ভাল পোষ্ট নিয়ে হাজির
হব।