আধুনিক প্রযুক্তির এ যুগে মানুষকে সংযুক্ত করার ক্ষেত্রে অন্যতম একটি বাধা হল ভাষা। সাধারণ মানুষের ইন্টারনেটের বিশাল তথ্যভাণ্ডারে
প্রবেশের ক্ষেত্রে ভাষা একটি বড় বিষয়। ইন্টারনেট ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ সাইট ই-মেইল দেখা কিংবা ভিডিও দেখার মধ্যে সীমাবদ্ধ থাকার ব্যাপারটি বেশি। সে ইংরেজি ব্যাপারটি ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে সহজ করতেই ইন্টারনেটে চালু হয়েছে ওয়েবসাইট ভিত্তিক বাংলা অভিধান। ইন্টারনেটে বিডিওয়ার্ড (http://www.bdword.com) নামের এ অভিধানটি তৈরি করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) একদল শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদেরনিয়ে গঠিত ইউল্যাব ল্যাঙ্গুয়েজ ক্লাবের সদস্যরা মিলে তৈরি করেন অভিধানটি। ‘অভিধান তৈরির নানা লক্ষ্যের মধ্যে অন্যতম একটি স্বপ্ন ছিল, মোটামুটি ইংরেজি জানা যে কেউ সহজে পড়তে পারবে বিশ্বখ্যাত কোনো লেখকের বই কিংবা জনপ্রিয় সংবাদমাধ্যম সাইটগুলো। বাংলা ভাষার ভালো একটি অভিধান তৈরির জন্য তাগিদ অনুভব করি এবং নতুন নতুন জিনিস শেখার মাধ্যমে শুরু হয় অভিধানটির যাত্রা।’ বললেন সাইটটির অন্যতম কর্মী ও ক্লাবের সদস্য সাইফুল ইসলাম। নানা ধরনের সুবিধা নিয়ে তৈরি বিডিওয়ার্ড নামের অভিধানটি। বাংলা ভাষাভাষী ব্যবহারকারীদের সুবিধার্থে ওয়ার্ড ও টেক্সট দুটি ধারায় তৈরি করা হয়েছে
ওয়েবসাইটটি। ওয়ার্ড পর্যায়ে যা একটা নির্দিষ্ট শব্দার্থ দেখায় আর টেক্সট পর্যায়ে যে কোনো রচনাঅথবা গল্প পড়তে চাইলে যে শব্দটির অর্থ জানা থাকবে না সেটির ওপর ক্লিক করলে এর শব্দার্থ দেখা যাবে। সবার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে ওয়েবসাইটটি, বিশেষ করে, শিক্ষার্থীদের উপকার হবে। বললেন ক্লাবের সদস্য বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাহাদ হোসেন। ব্যবহারের ক্ষেত্রে যদি একটি ইংরেজি শব্দের বাংলা অর্থ জানার প্রয়োজন হয়, তাহলে সে শব্দটি ইনপুট বক্সে লিখে পাশে থাকা ওয়ার্ড বোতামে ক্লিক করলেই অভিধান সেই শব্দের বাংলা অর্থ দেখাবে। বললেন ক্লাবের আরেক সদস্য আরমান হোসেন। তিনি আরো বলেন, বড় আরেকটি সুবিধা রয়েছে এ অভিধানে। টেক্সট পর্যায়ে কেউ যদি বড় কোনো ইংরেজি লেখা কিংবা সংবাদ কপি করে অভিধানের বক্সে পোস্ট করে এবং ওই লেখাটি অভিধানে খুলবে। এখন সেটা পড়তে গিয়ে যদি কোনো শব্দার্থ জানার দরকার হয়, তাহলে শব্দের ওপরে ক্লিক করলেই এর বাংলা অর্থ দেখাবে। সেই সঙ্গে দেখাবে ইংরেজি অর্থ, সেই সম্পর্কিত ফ্রেইজ, ইংরেজি উদাহরণ এবং ওয়েবে কী ধরনের সংজ্ঞাপাওয়া যায়। এতে করে আর পড়ার সময় আলাদা অভিধান ঘাটতে হবে না। শিক্ষার্থীদের তৈরি এ ধরনের কার্যক্রম সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান মোহিত উল আলম বলেন, ইন্টারনেটের মাধ্যমে এ অভিধান ব্যবহার করলে শিক্ষার্থীদের শব্দ ও বাক্য তৈরির উৎসাহ জাগবে, যা অনেকেরই কাজে লাগবে। এ ছাড়া রয়েছে আরও কিছু বৈশিষ্ট্য। বললেন এ কাজে যুক্ত থাকা ক্লাবের সদস্য তৌফিক হাবিব। তিনি বলেন, এ অভিধানে শব্দ টাইপ করার সময় শব্দের সাজেশন দেখাবে। সার্চ করা শব্দ হিস্ট্রি বক্সে দেখাবে এবং সেই সঙ্গে বেশি সার্চ করা শব্দগুলো পপুলার ওয়ার্ড বক্সে দেখাবে। পাশাপাশি মজার মজার কিছু
নমুনা গল্পও রাখা আছে সবার পড়ার জন্য। শিক্ষার্থীদের এ কার্যক্রমকে বিশেষভাবেই দেখছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান সাজ্জাদ হোসেন। তিনি বলেন, এই অভিধানটি শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা ও শব্দভাণ্ডার বাড়াতে সাহায্য করবে, যা ইন্টারনেটের মাধ্যমেই পাওয়া যাবে। পুরো কার্যক্রমে ক্লাবের একদল শিক্ষার্থী কাজ করে যাচ্ছেন। ক্লাবের সভাপতি রেবেকা বদিউজ্জামান বলেন, একটি ওয়েবসাইটেই অনেক কিছু পাওয়া যাচ্ছে, যা শিক্ষার্থীদের
জ্ঞান সম্প্রসারণের ক্ষেত্রে বিশেষ সহায়ক। এ প্রকল্প নিয়ে ভাষাবিষয়ক আরও নানা ধরনের কার্যক্রম নেওয়া হবে বলেও জানান তিনি। এ কাজে যুক্ত দলের অন্য সদস্যরা হলেন নাজমুস সাকিব, রায়হান সাদেক, আবদুল হামিদ, আশেকিন মাহাদী, অরণ্য ও আবদুল্লাহ আল মুজাহিদ। দলের সবার স্বপ্ন, এ কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়া এবং সবার কাছাকাছি সুবিধা পৌঁছানো। সে লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের এ দলটি।
- নুরুন্নবী হাছিব