* প্রতি রাতে ঘুমানোর আগে কয়েক মিনিট চিন্তা করুন আগামীকাল আপনার কী কী কাজ আছে এবং কাজগুলো সময়মতো শেষ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন।
* কারো সাথে পরিচয় হলে প্রথমেই তার চেহারাটা আপনার মানসপটে ভালোভাবে গেঁথে নিন। নামটাও জেনে নিয়ে লিখে ফেলুন হৃদয়ে।
* অভিবাদন জানান সালাম, হাই-হ্যালো, গুডমর্নিং ইত্যাদির মাধ্যমে।
* শুরুতেই হ্যান্ডসেক করে আপনার হাতে উষ্ণতা ছড়িয়ে দিন তার হৃদয়ে। দেখবেন সে আপনার বন্ধুভাবাপন্ন হয়ে উঠেছে।
* আলাপের শুরুতেই কুশল বিনিময় করুন। তার আনন্দ-বেদনা এবং সুখ-দুঃখের খবর নেওয়ার চেষ্টা করুন।
* কারো সাথে দেখা হলে চেহারায় কৃত্তিম গাম্ভীর্য ফুটিয়ে না রেখে চোখের দিকে তাকিয়ে হাসুন। দেখবেন সেও আপনার সাথে খুব সহজ হয়ে উঠেছে।
* ফুর্তিবাজ এবং হাসি-খুশি মানুষের সাহাচর্য সবাই পছন্দ করেন, আপনিও চেষ্টা করুন প্রাণবন্ত থাকতে। মনে রাখবেন নীরব এবং গোমরামুখের মানুষকে সবাই এড়িয়ে চলে।
* পরিচিতজনদের জন্মদিন, বিবাহবার্ষিকী, নববর্ষ, ঈদ, পূজা-পার্বণ এই জাতীয় উৎসবে কার্ড পাঠিয়ে, টেলিফোন করে শুভেচ্ছা জানান।
* মানুষের শোকে-দুঃখে-বেদনায় পাশে দাঁড়ানোর চেষ্টা করুন।
* অন্যের প্রাপ্য মর্যাদা দিন, যোগ্যতার যথাযথ মূল্যায়ন করুন।
* কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য প্রাণখুলে প্রশংসা করুন।
* মানুষের প্রতি রাগ, ঘৃণা, ঈর্ষা, বিদ্বেষ প্রকাশ না করে সহনশীল হোন। ক্ষমা প্রদর্শন করুন। দেখবেন সেও আপনাকে ক্ষমা করে দেবে।
* মানুষের সাথে ভদ্রতা এবং সৌজন্যমূরক আচরণ করুন।
* অন্যের দোষত্র“টি না খুঁজে তার ভালো গুণগুলো প্রশংসা করুন।
* বিশ্বস্ত হোন, কারো গোপন কথা প্রকাশ না করে গোপনীয়তা রক্ষা করুন।
* প্রতিটি মানুষই নিজেকে ভালোবাসে, এককথায় প্রশংসা ও সমর্থন শুনতে ভালোবাসে। প্রায় প্রতিটি মানুষই আত্মপ্রেমিক, তাই মানুষকে ছোট করে দেখবেন না। অপরকে ছোট করে দেখলে আপনাকে ছোট করে দেখবে।
* অন্যের কথা মনোযোগ দিয়ে শুনুন। নিজের মত অন্যের উপর চাপিয়ে দেবেন না। জনপ্রিয়তা অর্জনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ।
* নিজের দোষগুণগুলো খুঁজুন এবং তালিকা তৈরি করুন। দোষগুলো কমানো এবং গুণগুলো বাড়ানোর চেষ্টা করুন।
* সব সময় সত্য কথা বলার চেষ্টা করুন। দেখবেন অন্যের কাছে ধীরে ধীরে বিশ্বস্ত হয়ে উঠেছেন।
* কাউকে বৃথা আশ্বাস দেবেন না। যদি না পরেন তাহলে দুঃখিত পারব না বলে ফেলুন। তাহলে দেখবেন আপনি ভারমুক্ত হয়ে গেছেন।
* মানুষ মানুষের জন্য। মানুষকে ভালোবাসুন, দেখবেন সবাই কেমন দিব্যি আপনার বন্ধু হয়ে গেছে।
==> হাজারো পাতা ঘেটে সংগৃহীত
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১০ সকাল ১০:৩০