১৯৭১ সালে বাংলার জনগন পাক হানাদারদের সাথে নিজের জান মাল বিলিয়ে দিয়ে যুদ্ধ করে চুড়ান্ত বিজয় অর্জন করেছিল । তাদের এ অবদান অস্বীকার করার কোন যুক্তি নেই । কিন্তু সময়ের পরিক্রমায় এ স্বাধীনতা শেখ ও আম্লিকের হাতে বন্দী হয় এবং ভাড়তের কাছে বিক্রি হয়ে যায় । যার ফল ১৫ আগস্ট ।
বিগত ১৬ বছর শেখের বেটি এ স্বাধীনতা, দেশর সার্বভৌমত্ব ভাড়তের কাছে বিকিয়ে দিয়ে ক্ষমতার গদিতে কামড়ে থেকেছে। সে মনে করে এদেশ, মুক্তিযুদ্ধ শুধু তার বাপের, তাকে বলতে ইচ্ছা হয় আপনার বাপ কত নাম্বার সেক্টরে মুক্তিযুদ্ধ করেছে ? মুক্তিযুদ্ধে আপনার বাপের অবদান কতটুকু ? ।
সে শুধু এসব করে ক্ষান্ত হয়নি, সে ও তার দলের কর্মিরা দেশে হত্যা, লুট, ধর্ষন, জঙ্গি নাটক তৈরি করে এক অস্থিতিশীল বাংলাদেশ বানিয়েছে । কিন্তু বাংলার মানুষ যে স্বাধীনচেতা । তারা খুনি হাসুর ক্ষমতার মসনদ ভেঙ্গে গুড়িয়ে খান খান করে দিয়েছে ।
কিন্তু এ পথ এত সহজ ছিল না । জুলাই ২০২৪ আন্দোলনে হাজার হাজার ছাত্র, জনতা আহত, নিহত এবং পঙ্গুত্ব বরন করেছে । সামুর প্রতি আমার অভিযোগ ২য় স্বাধীনতাকে কেন "জুলাই ২০২৪" নামে বিষয় ভিত্তিক পাতায় নতুন বিষয় আনা হল না ? আপনারা কি ২য় স্বাধীনতাকে অস্বীকার করেন ? নাকি এখনো জুলাই ২০২৪ আন্দোলন উপলব্ধি করতে পারেন নি ভাই ?
এ ব্লগে চুশীলদের অভাব নেই, জানিনা মডারেটরদের কি অবস্থা । আমার ধারনা মডারেটররা খুব ব্যস্ত যার কারনে এ নামে বিষয়ভিত্তিক ব্লগ পাতায় এ বিষয় আনা সম্ভব হয়নি অথবা কোন ব্লগার এ সম্পর্কে পোস্ট করেনি অথবা সেখানে পোস্ট যুক্ত করার বাটনটা কাজ করছে না জুলাই ২০২৪ এর জন্য অথবা অন্য কোন কারন ।
আমি আশা করব দ্রুত "জুলাই ২০২৪" নামে নতুন বিষয় চালু করবেন । আগামী প্রজন্মকে এ আন্দোলন ও খুনি হাসিনাকে চিনিয়ে দিয়ে সহযোগীতা করবেন ।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪৩