মনে আগুন জ্বলে চোখে কেন জ্বলে না....
জ্বললেই বা কি। জল দেওয়ার তো কেউ নাই। জল ঢাললেই বা কি "যে জলে আগুর জ্বলে.." সেখানে বাকি তো কিছু থাকে না।
তাই, আমি হারিয়ে যাব....
আমিও পথের মত হারিয়ে যাব...
আসব না ফিরে আর আসবনা ফিরে কোনদিন....
কারণ,
কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা....
কিন্তু কোথায় যাই বলুন তো? তেপান্তরের মাঠে, নাকি, সোজন বাদিয়ার ঘাটে..
নাকি?????
ধুত্তুরি ছাই। কি সব ভাবতে বসলাম! আসলে ...
আমি সব কিছু ছাড়তে পারি,
যদি তুম থাক পাশে...
হুমমমমমমমমমম, পেয়েছি
ওরে, কে কোথায় আছিস,
আমার একতারাটা দে. গেরুয়া বসন এনে দে...
বৈরাগি হৈয়া আমি ঘুরবো দেশে দেশে
আমার মন মানুষের পাইতে দেখা
ঘুরব বাউল বেশে..
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০০৭ ভোর ৫:৩৯