ভালোবাসা বিষয়টি চিরদিনই আমার কাছে গোলমেলে লাগে- এখনও। মনে হয় সব কিছুই মরিচীকা।
থার্ড ক্লাসে ওঠার পর থেকেই মনে কেমন জানি শূন্যতা অনুভব করতাম। বুকের মাঝে, যেদিকটায় হৃদয় থাকে, ঠিক সেখানে ব্যাথা অনুভব করতাম। ঘনিষ্ঠ এক বন্ধু ক্লাস মেটকে চিঠি দেওয়ার অপরাধে যখন ধোলাই খেল তখন বুঝলাম- ভালোবাসা!!! একটা বিষয় বটে। কিন্তু স্বাদ নেওয়ার সুযোগ হয়নি আদৌ।
স্কুল ছেড়ে গেলাম কলেজে। ওখানে...!!! বাপরে!!!
বুঝলাম, আমার মতো দূর্বলচিত্তের মানুষের দ্বারা আর যাই হোক, প্রেম হবে না!!!!
কলেজ ছেড়ে পা রাখলাম বিশ্ববিদ্যালয়ে। পড়াশুনা আর বাউণ্ডুলেমির চাপে সোনার হরিণের দিকে তাকানোর সুযোগ টুকুও পাইনি। অবশ্য ওয়ানটেস্ট ট্রাই করেছিলাম একবার। ওরে বাবা, ভিক্ষা চাইনা...
প্রেম আজ আর শ্রেফ প্রেম নয়। Love for the sake of life প্রেমের সংজ্ঞাও পালেটছে। উত্তমের এক ছিনেমার এক ডায়ালগ মনে পড়ল- সংসার জীবনে ফুলের চেয়ে ফুলকপির গুরুত্ব বেশি। প্রেম এখন জীবনের অংশ। গোটা জীবনটাই এখন প্রেমময়। প্রেমের মধ্যে বসবাস, প্রেমের জন্যই বেঁচে থাকা। বিশেষ কোন দিন (ভ্যা.ডে) বা ক্ষণের জন্য সে বসে থাকে না। ভালোবাসার অর্থ এখন ভালো বাসা (good house) ।
পুনশ্চঃ সেলাম কিউপিড , প্রেমের অবতারনার জন্য।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৮