
Apparel Makers' Story ব্লগ, বিদেশি বায়ার আর বাংলাদেশি গার্মেন্টস শিল্পের মধ্যে সেতু তৈরি করতে চায়। একটা প্লাটফর্ম তৈরি করতে চায় যাতে অনেকগুলো গল্প উঠে আসবে। আমাদের গার্মেন্টস শিল্পের গল্প, যা বিশ্ব বাজারে আমাদেরকে আরো শক্তিশালী করে প্রকাশ করবে। এই শিল্পে আমাদের শক্তিমত্তার কথা বায়ারদের কানে বারবার তুলে ধরবে। ওয়েবে যেখানেই সার্চ করুক বিদেশি বায়াররা আমাদের খুজে পাবে।
আমাদের এই ব্লগ কোন কোন ডাটাবেজ নয় কিংবা সিরিয়াস কোন গবেষণা প্রতিষ্ঠানও নয়। আমরা সরলভাবে সবার কথা ব্লগপোস্ট আকারে তুলে ধরতে চাই। আমাদের রিসোর্স লিমিটেড, তাই এই অল্প-স্বল্প সুযোগই কাজে লাগাতে চাই।
সবার কথাই উঠে আসবে, তাই চাইলে আপনিও লিখতে পারেন। দেখুন কত সোজা আমাদের কাছে লেখা পাঠানো ।
গত ২৬ এপ্রিল ২০১০, সোমবার, খুব সাদামাটা ভাবেই শুরু। তারপর পথ চলতে-চলতে ভাবা। গতি কিছুটা স্লথ, ভাবনা এমন একটা ব্লগ নিয়ে কোথায় যাব? কয়েকমাস পেরিয়ে এই অক্টোবরে আবার বিভিন্ন বিষয় নিয়ে এই শিল্পের সাথে সংশ্লিষ্ট মার্চেন্ডাইজারদের কাছ হতে লেখা পেতে শুরু করি, আইডিয়াও। সবাইকে এজন্য ধন্যবাদ।
শুরুতে ব্লগস্পটে ফ্রি ব্লগেই শুরু। আমরা গুগল চার্চ ইঞ্জিনের কাছে পরিচিত হয়ে উঠি এই সাইটটি দিয়ে - http://apparelmakers.blogspot.com । তারপর মনে হল বিশ্বের দরবারে আমাদের স্বাতন্ত্রতা প্রকাশের জন্য নিজেদের ডোমেইন দরকার। ফ্রি সাইটের ঠিকানা পরিবর্তন হয়ে নতুন ঠিকানা পেলাম - apparelmakers.org ।
নতুন সাইটের/ডোমেইনের ঘোষনা এলো ৭ অক্টোবর ২০১০ । তারপর গবেষনা এবং শুভাকাংখীদের পরামর্শগুলো এক-এক করে বাস্তবায়নের চেষ্টায় লেগে গেলাম আমরা ক'জন।
এরই ধারাবাহিকতায় আজ ২৬ অক্টোবর ২০১০, শুরু হল বাংলা কম্যুনিটি ব্লগে পদচারণা। এলাম আপনাদের কাছে, সবাইকে চাই আমাদের এই পথচলায়। আমাদের ব্লগটি একবার ঘুরে আসুন, আপনাদের পরামর্শ আমাদের আরো সমৃদ্ধ করবে, অনেকদূর নিয়ে যাবে আমাদের এই বস্ত্র শিল্পকে।
ফেইসবুকে আমরাঃ facebook.com/apparelmakers
টুইটারে আমরাঃ twitter.com/apparelmakers