আমরা অকৃতজ্ঞ। তাদের অবদানটুকু ধরে রাখতে পারিনি। তাদের ঋণ পরিশোধ করার কোন চিন্তাই আমরা করিনি। আমাদের ভবিষ্যৎ অন্ধকার। অভিজ্ঞ রাজনীতিবিদ আমাদের দেশে আছে, অথচ আমরা পিছিয়ে যাচ্ছি। এখনও সীমান্তে পাখির মত গুলি করে হত্যা করছে বিএসএফ? আমাদের ভাগ্য নিয়ে বর্হিবিশ্ব খেলা করছে? আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত এদেশের দোষররা।
এখনও কি আমাদের জেগে উঠার সময় হয়নি? আমরা কখন বুঝতে পারব যে, আমরা একটি স্বাধীন ভুখন্ডের নাগরিক। যেই দেশটি প্রতিষ্ঠায় ছিল লক্ষ প্রাণের আত্মত্যাগ। রাজনৈতিক অস্থিতিশীলতা দূর করে সবাইকে একসাথে চলতে হবে। নেতা-নেত্রীর ভেদাভেদ ভুলে গিয়ে সবাই মিলে দেশকে গড়তে হবে।
আমরা জন্মেছি স্বাধীনতার ১০ বছর পর। দেখেছি ওয়ান ইলেভেন। আমরা এই ধরনের মারামারি হানাহানি চাই না। রাজনৈতিক অস্থিতিশীলতা চাই না। আমরা শান্তি চাই। সবাই একসাথে মিলেমিশে বাঁচতে চাই। আমাদের কাংখিত সেই স্বপ্নের দেশটি আমরা চাই। যেই দেশে আর কখনও মানুষ হত্যা হবে না। আমাদের মধ্যে যদি দেশপ্রেম থাকে। আমরা যদি দেশকে ভালবেসে নিজেদের আত্ননিয়োগ করি দেশ গড়ার কাজে। তখনই স্বার্থক হবে লক্ষ শহীদদের আত্মত্যাগ।

::: একসাথে দেখতে চাই সবাইকে ::: বার-বার

সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৪৩