আমাদের ধর্ম ইসলাম এ একটি মজার আলোচনার বিষয় জীন এবং ফেরেস্তাদের নিয়ে। ছোট বেলায় আমি এদের নিয়ে অনেক মজার গল্প শোনেছি। তখন ঐ গুলা শুধো মাত্র রুপকথা হলে ও এখন ফিজিক্স নিয়ে পড়াশোনা করে মনে হলো ঐ গুলো সুধু মাত্র রুপকথা ছিলো না।
এর ভিতরে অনেক Science লুকিয়ে আছে। এই গুলা এখন প্রকাশ করচি। তবে আগুলা আমার একান্তই নিজের মাতামত, ইসলামের সাথে এইগুলার সারাসরি সম্পর্ক নাই।
বিঃদ্রঃ আমাকে এখন ও প্রথম পাতায় লেখার অনুমতি দেওয়া হই না, তাই এই আজাইরা পেচাল।
আমদের ধর্ম গ্রন্থ ইসলাম অনুযায়ী, জিন হল আগুন এর তৈরি আর ফেরেস্তারা হল আলোর তৈরি।
এখন আগুন হলো এক ধরনের শক্তি, আবার আলো ও এক ধরনের শক্তি, তবে জিন ও ফেরেশ্তাদের মধে মোলিক পার্থক হল তাদের শক্তির মধেকার পার্থক। আর্থাৎ জিন জাতিরা হলো Energy
পুরপুরি না। কিন্তু ফেরেশ্তারা পুরু পুরি Energy. কারন টা হল আলো । আলো এক ধরনের Pure Energy . অন্য দিকে আগুন Pure Energy না। তাই জিন রা অনেক ক্ষমতা বান হলেও তারা ফেরেস্তাদের সমান ছিলো না।
ফেরেশ্তারা আলোর তৈ্রি হোয়ার কারনে আনেক সুবিধা পেত, জেমনঃ-
1. তারা আলোর গতিতে এক স্থান হতে অন্য স্থানে জেতে পারে ।
2. এক Energy হতে অন্য Energy তে রুপান্তর হতে পারতো। (যেমন মানুশের বা অন্য যে কোনো প্রানির আকার ধারন করতে পারে)
3. যে কোনো সময়ে চলে যেতে পারে, যেমন অতিত থেকে বর্তমান বা বর্তমান থেকে ভবিষৎয়ে জেতে পারবে।
4. আল্লাহ না চাইলে মৃর্তু বরন করতে পারবে না। ( আত্মহথ্যা করতে পারবে না।)
5. এই Universe এ Energy এর পরিমান এক মাত্র আল্লহ ই জানেন, তাই তাদের সংখা ও এক মাত্র আল্লাহ্ ই ভালো জানেন।
(বাকি টা Comment করলে পরতে পারবেন। )