ব্লগারদের হাফ সেঞ্চুরি যে ঠিক কতদিন আগে দেখেছিলাম ভুলেই গিয়েছি। উপস্থিতির সংখ্যা দেখে বেশ ভালো লাগল। এক পোস্ট দেখে কারণটাও বুঝতে পারলাম। অনেকেই স্বাভাবিকভাবে ব্লগে প্রবেশ করতে পারছে। আমিও ট্রাই করলাম, আমার আইপি থেকে ভিপিএন ছাড়াই লগইন করতে পারলাম। এর আগে বেশ কিছু পোস্ট দেখেছি কেউ কেউ ভিপিএন ছাড়া ব্লগে ঢুকতে পারছে(বাংলাদেশ থেকে), কিন্তু আমি পারিনি। আজ পারলাম। আশাকরি সবাই পারবে। ব্লগারদের সংখ্যা বাড়বে, সেঞ্চুরিও করবে।
১। কয়েকদিন আগে আমি একটা আইডি খুলতে চেয়েছিলাম। সামু থেকে, "আপনার রেজিস্ট্রেশন সফল হয়েছে" বার্তাও পেলাম কিন্তু ইমেইলে কোন লিংক পেলাম না। বেশ হতাশ হয়েছিলাম। আমার নিক নেমের জন্য মনে হতে পারে আমি সনাতন ধর্মের, কিন্তু বাস্তবিক আমি পারিবারিক ভাবে মুসলিম। ভোলাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল সেই প্রেক্ষিতে বিষয়টা ক্লিয়ার করলাম।
২. সামুর বেশীরভাগ পোস্ট ভালো পেয়েছি, তবে মাঝেমধ্যে দু-একটা পোস্ট/কিছু লাইন দৃষ্টকটু লাগে। ব্লগাররা উদার হয়, আশাকরি লেখার সময় তারি আরেকটু সংযত ও সতর্ক হবে। ধর্ম, বর্ণ, মত নির্বিশেষে একসাথে থাকবে, মানবতার কথা বলবে।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৩