ব্লগ ও অন্যান্য সামাজিক মাধ্যম যতোই জনপ্রিয় হয়ে উঠছে, এর ব্যাপ্তি ততোই বেড়ে চলেছে। আর তাই বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিষয়ে ধীরে ধীরে এর প্রভাবও বেড়ে যাচ্ছে। আর এরই সাথে বাড়ছে এ নিয়ে নানা বিতর্কও।
আমরা দেখতে পাচ্ছি, ইতোমধ্যে সাইবার আইন বা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমকে নিয়ন্ত্রণের আওতায় নিয়ে আসা বা না আসা নিয়ে সৃষ্টি হয়েছে দুটি মতের।
একপক্ষ বলছে, মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত, তবে এর মানেই স্বাধীনতার যথেচ্ছ ব্যবহার নয়। কারো কোন মন্তব্য বা কাজ যাতে সমাজ বা ব্যক্তির কোন ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়, সেজন্য এর উপর একটা নিয়ন্ত্রণ থাকা জরুরী। তাদের মতে যা ইচ্ছা বলার স্বাধীনতাকে কাজে লাগিয়ে কেউ দেশবিরোধী, ধর্মীয় বা রাজনৈতিক উস্কানিমূলক বক্তব্য প্রচারের মাধ্যমে ক্ষতিসাধন করতে পারে।
আবার এর বিরোধীতাকারী আরেক দল বলছে ব্লগ বা ফেইসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর যেকোন নিয়ন্ত্রণ আরোপের মানে হল মতপ্রকাশের অধিকার কেড়ে নেয়া। তারা বলছেন, ব্লগ বা ফেসবুক হল এমন এক জায়গা যেখানে মানুষ তার নিজের মতামত নির্দ্বিধায় বলে যেতে পারে।
এমন পরিস্থিতিতে দুই পক্ষের বক্তব্য বিশ্লেষনের মাধ্যমে আপনার মত আহবান করছি। আপনার মতের পক্ষে সুনির্দিষ্ট যুক্তি দেখালে উপকৃত হবো।