সামু'র ব্লগার হয়ে লাভ কি? খুব বেশী কিছু পাওয়া যায় নাকি? জানি না কি হয়?
কি কারনে শুরতেই ব্লগারদের হাত পা বাধা হয়। আমি আশচর্য হয়, সামুর মডারেটরদের আচড়নে। তারা আমার কি পর্যবেক্ষন করছে জানি না। আমার কোন মন্তব্য করার অধিকার নেই। পোস্ট দিলেও কেউ পড়ে না, এই অবস্থায় সামুর মডারেটররা আমার কি কার্যক্রম পর্যবেক্ষন করতে পারবে?
আমাকে মন্তব্য করার অধিকার দিলে এবং আমার মন্তব্য পর্যবেক্ষন করলেও আমার ব্যাপারে কোন সিদ্ধান্ত নিতে পারে সামুর মডারেটররা।
অথচ আমার কোন সুযোগ না দিয়ে দেখছে আমি খারাপ না ভালো!!!
আমার মনে হয় সামুতে যে মডারেটর আছে তারা চরম পর্যায়ের নিবোর্ধ। মানুয়ের মুখে স্কচটেপ বেধে পরীক্ষা করে সে কতটুক জোরে টিৱকার করতে পারে।
আল্টিমেটাম: অন্তত মন্তব্য করার সুযোগ না দিলে আমি আপনাদের ব্লগে আর আসবো না।