অনেক দেশে অনেক রকমের আইন রয়েছে। যার অনেক আইন এখন কার্যকর আবার অনেক আইন শুধু আইন বইয়েই লিপিবদ্ধ। অনেক প্রয়োজনীয় আইন কার্যকর না থাকলেও উদ্ভট ও হাস্যকর বেশ কিছু আইন পৃথিবীতে এখনো কার্যকর রয়েছে। আবার এমনও আইন যা সামাজিক দৃষ্টি ভঙ্গি অনুসারে অন্যায় অনেক কাজকেও বৈধতা দেয়।
তার মধ্যে কয়েকটি তুলে ধরা হল
১। অ্যামেরিকায় ওক্লোহামায় আপনি কুকুরকে ভেংচি কাটতে পারবেন না, ভেংচি কাটলে আইন প্রয়োগকারী সংস্থার লোকজনের হাতে আটক হতে পারেন।
২। বজেমান মন্টেনায় সূর্যাস্তের পর বাড়ির সামনের যায়গায় সকল প্রকার যৌন কার্যকলাপ আইন পরিপন্থী।
৩। ম্যাসাচুসেটসে অনেক পুরনো আরেকটা আইন রয়েছে। গির্জায় গিয়ে কেউ চীনা বাদাম খেতে পারবে না। চীনা বাদাম খেতে গেলে খোসা ভাঙতে শব্দ হয় বলেই এই আইনের প্রবর্তন করা হয়েছিল। আমেরিকার কানেকটিকাট রাজ্যে কড়া আইন রয়েছে, কোনো বাচ্চা পা ওপরে তুলে হাতে হেঁটে রাস্তা পেরোতে পারবে না। এক সময় ছোটদের এ ধরনের প্রবণতা বেশি ছিল বলে কর্তৃপক্ষ এই আইন প্রবর্তনে বাধ্য হয়েছিল।
৪। আমেরিকার নিউইয়র্ক শহরে একটা অদ্ভুত আইন প্রচলিত আছে। তা হল, পুরুষ নারীর সাথে ভালোবাসার অভিনয় করলে জরিমানা হবে ২৫ ডলার। এ আইনে আরো আছে যে, পুরুষদের শহরের এদিক-সেদিক অযথা ঘোরা ও নারীদের সঙ্গে ভালোবাসার ভান করা যাবে না! আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আইন আছে, প্রকাশ্যে কোনো ছেলেকে কোনো মেয়ের সাথে কথা বলতে দেখা গেলে ২৫ পয়সা জরিমানা, এই ২৫ পয়সা জরিমানা গুনেই ১৯২১/১৯৫০ সালের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা প্রেম করতো । আইনটি এখনো আছে তবে কার্যকারিতা নাই। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার থেকে বই নেয়ার পর নির্দিষ্ট দিনে ফেরত না দিলে অতিরিক্ত প্রতিদিনের জন্য মাত্র ২০ পয়সা জরিমানা আদায় করা হয় এখনও।
৫। অ্যারিজোনায় সাবান চুরি করতে গিয়ে ধরা পড়লে শাস্তি হলো, সেই সাবান দিয়ে ততক্ষণ পর্যন্ত চোরকে গোসল করানো, যতক্ষণ পর্যন্ত না সাবানটা পুরোপুরি শেষ হয়।
৬। সৌদি আরবে দরিদ্র হওয়া আইনত নিষিদ্ধ। যদি কোন সৌদি নাগরিক যথাযথ আইনসম্মত আয়-রোজগার না করেন তাহলে তাকে কারাগারে বন্দি রাখার বিধান রয়েছে।
৭। পর্তুগালে সমুদ্রে মূত্রত্যাগ করা কে আইন করে নিষিদ্ধ করা হয়েছে।
৮। দক্ষিণ ক্যারোলিনায় রবিবারে কোর্ট চত্বরে কোন স্বামী তার স্ত্রী কে প্রহার করলে সেটা আইন পরিপন্থী নয়।
৯। নিউইয়র্কে কোন বিল্ডিং থেকে লাফ দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড।
১০। শিকাগো শহরে ১৭ বছর বয়স না হওয়া পর্যন্ত সিটি হলের সামনে দিগম্বর বা উলঙ্গ হয়ে প্রতিবাদ করা যায়।
১১। সানফ্রানসিসকো ও ক্যালোফরনিয়ায় ব্যবহৃত জাঙ্গিয়া দিয়ে গাড়ি পরিষ্কার একেবারেই আইনের বিরুদ্ধে।
১২। লুইসিয়ানাতে কেউ তার আসল দাঁত দিয়ে যদি কাওকে কামড়ে দেয় তবে সেটা ছোট অপরাধ। কিন্তু যদি কেউ তার লাগানো দাঁত দিয়ে আক্রমণ করে তবে সেটা চরম অপরাধ।
১৩। ফ্লোরিডায় বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় পরে জনসন্মুখে বাতকর্ম ছাড়া (বায়ু ছাড়া) নিষিদ্ধ।
১৪। ম্যাসাচুসেটসে গোসল ছাড়া বিছানায় যাওয়া নিষেধ (অন্য আইনে আছে রবিবারে গোসল করা যাবেনা)।
১৫।ওহিও অঙ্গরাজ্যের অক্সেফার্ডে কোনো পুরুষের পোস্টারের সামনে দাঁড়িয়ে পোশাক খোলা মহিলাদের জন্য নিষিদ্ধ।
১৬। ইংল্যান্ডে হাউজ অব পার্লামেন্টের সামনে মৃত্যুবরণ করাটাও বেআইনি।
১৭। লস এঞ্জেলসে কোন ক্রেতার সামনে যদি কোন ওয়েটার বলে ‘আমি একজন অভিনেতা’ তবে সেটা বেআইনি।
১৮। টেক্সাসে কাওকে গুলিবিহীন বন্দুক দিয়ে হুমকি দেয়াও বেআইনি।
১৯। ফ্রান্সের ক্যানে, জুরি লুইস মুখোশ নিষেধ।
২০। পর্তুগালে সাগরে প্রস্রাব করা আইন বিরোধী।
২১। সাউথ ক্যারোলিনায় অববাহিত মেয়েদের এডিবল প্যান্টি পড়া স্বীকৃত নয়।
২২। কেন্টুকিতে পকেটে করে আইসক্রিম নেয়া নিষেধ।
২৩। লোয়া-তে একটানা ৫ মিনিট চুমু খাওয়া নিষেধ।
২৪। ইলিনইসে কোন পোষা প্রাণীকে জ্বলন্ত সিগারেট দেয়া নিষেধ।
২৫। ইন্দোনেশিয়ায় হস্তমৈথুন সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ। কেউ ধরা পড়লে এর শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।
২৬। সান স্যালভাডরে মাতাল গাড়ি চালকেকে ক্রস ফায়ারে মৃত্যুর বিধান রাখা আছে।
২৭। সিঙ্গাপুরে চুইং গাম অবৈধ।
২৮। উত্তর ক্যারোলিনায় মৃত ব্যাক্তির নামে শপথ নেয়া নিষেধ।
উল্লেখ্য, উপরের অনেক আইন কার্যকর নেই। তবে এগুলো এখনো মজার বা বিস্ময়কর আইন হিসেবে আলোচিত হয়ে আছে।
(দৈনিক মানব জমিন থেকে নেয়া)