মন চাইছিল কি ?
মন খুব করে কি চাইছিল,চাঁদের আলো দেখতে?
আর সে জন্যই কি অবচেতন মনে, উঠোনে পা রাখা?
আজকের আকাশে তো মায়া ভরা সেই চাঁদ নেই,
তবে কি তোমাকে দেখতে চাওয়া ?
হবে হয়তোবা;এক চাঁদ তো আকাশের বুকে ,
যে মহাজাগতিক নিয়মে উঠে-অস্তমিত হয়,
আরেক চাঁদ,যে হৃদয়ে রাখা,
সে কভু অস্তমিত হবার নয় ।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৬ রাত ১:৩২