ত্রিভুজ ভাইয়ের সিগারেট বিষয়ক লিখাটা দেখে মনে পড়ল কেমনে প্রথম সিগারেটটা খেয়েছিলাম।
আমার এক চাচা আমাকে একবার সিগারেট কিনতে দিয়াছিলেন। আমি তখন স্কুলে পড়ি। আমি দোকানে গিয়ে কিনলাম মনে হল সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি এক দৌড়ে বাসায় চলে এসেছিলাম। তবে তখন কিন্তু সিগারেট হাতে নেওয়ার কথা মনে আনিনি।
প্রথম সিগারেট খেয়েছিলাম কলেজে ওঠার পর।
কলেজে নবীন বরণের অনুষ্ঠান হচ্ছে। এই স্যার, ঐ স্যার বিশাল বিশাল বক্তৃতা দিচ্ছে। মহা বোরিং ব্যাপার। একসময় আমরা কয়েকজন মিলে উঠে গেলাম। ঘুরতে লাগলাম। একজন দেখি একটা বেনসন সিগারেট ধরাল। মনে হল দেখি একবার টেনে কেমন লাগে।
দিলাম টান কষে। মুখ ভর্তি ধোঁয়া। কে যেন বলল, ভিতরে টেনে নে। যেই নিছি আর যাই কই? কাশতে কাশতে জান শেষ। তারপরেও সেই দিন সারাদিনে তিনটা সিগারেট টেনেছিলাম। শেষের দিকে আর কাশি আসছিল না। এরকম আরকি। আমার প্রথম সিগারেট খাওয়া।
একটা কথা বলতে ভুলে গেছি আর তা হল প্রত্যেকটি সিগারেট খাওয়ার পর দেখতাম কিছুক্ষন মাথা ঘুরত তারপর সব কেমন ফাঁকা ফাঁকা লাগত।
এরপর বাসায় বসে একদিন একটা বেনসন লাইট টেনেছিলাম। তারপর তওবা করেছি যে এরকম একটা জঘন্য জিনিস আর নয়। তারপর থেকে আর কখনও ওটাকে হাত লাগায়নি
[রং=জবফ]স্ট্রাইক থ্রো অপশনটা থাকলে উপরের দুটা লাইন কেটে দিতাম কারণ আমি এখন পুরাপুরি সিগারেট খোর।[/রং]
[রং=ইষঁব]আশা করি বাড়ির লোকজন এই পোস্টটি দেখবে না। দেখলে আমার খবর আছে। অবশ্য শুধু আম্মু না দেখলেই হবে।[/রং]
[রং=ওহফরমড়]ব্লগাররা আপনারাও লিখুন আপনাদের প্রথম সিগারেট খাওয়ার ঘটনাটা। আশা করি মজার একটা ব্যাপার হবে। এমন কাউকেও হয়ত পাওয়া যাবে, যারা অনেকদিন হল সিগারেট খান কিন্তু প্রথম কবে খেয়েছিলেন ভুলে গেছেন।[/রং]
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০০৬ ভোর ৬:১০