পৃথিবীর এই মানব রচিত বিচার ব্যবস্থায় বারাক ওবামারা লাখ লাখ নিরীহ মানুষকে হত্যা করেও কোন অপরাধী না। বরং নোবেল শান্তি পুরস্কার পায়। তাঁদের পক্ষে মানুষ মিছিল করে, তাঁদের বিজয়ে অভিনন্দন জানায়। মালালারা ইসলামের বিরুদ্ধে দুই এক কলম লিখেই ১৪ বছরেই হিরোইন বনে যায়। তাঁদের জন্যে নোবেল শান্তি পুরস্কারের দাবি জানানো হয়। আবুলরা জনগনের কোটি কোটি টাকা আত্মসাৎ করেও এই মানব রচিত আইনের ফাঁকফোকরে বিচারের বাইরেই থেকে যায়। মানিকরা ধর্ষণের সেঞ্চুরি করে কেক কেটে উৎযাপন করে, একসময় বিশাল বড় নেতা হয়। মার্সিডিজ, প্রাডোতে করে রাস্তা দাবড়িয়ে বেড়ায়। আইন ওদের জন্যে রাস্তা ফাকা করে দেয় যাতে করে ট্রাফিক জ্যামে না পড়তে হয়।
এই মানব রচিত বিচার ব্যবস্থায় যত অপরাধ এবং দোষ আছে তার সবই হচ্ছে আফিয়া সিদ্দিকিদের, আওলাকিদের। ওঁরা কোন মানুষ হত্যা না করেই ৮৬ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়। কারাগারে রাষ্ট্রীয়ভাবে গনধর্ষণের শিকার হয়। শুধুমাত্র সত্য কথা এবং ইসলামের কথা বলার জন্যে আওলাকিদেরকে তাঁদের বাড়িতে গিয়ে হত্যা করে আসা হয়। আফিয়া সিদ্দিকিরা এই বিচার ব্যবস্থায় ন্যায় বিচার পায় না, পাবেনা। আর পাবেনা বলেই আফিয়া সিদ্দিকিদের, আওলাকিদের প্রভু পরকাল বলতে একটা কিছু রেখেছেন। সেদিন আফিয়া সিদ্দিকিরা, আওলাকিরা ন্যায় বিচার পরিপূর্ণরূপে পাবে। বারাক ওবামারা,মালালারা, আবুলরা ও মানিকরাও পাবে তাঁদের কৃতকর্মের উপযুক্ত প্রতিফল। আমরাও সেই দিনের প্রতীক্ষায় রইলাম............
লেখাটি হুবহু এফবি ফ্রেইন্ড Tanvir ahmad arjel এর স্ট্যটাস থেকে তার অনুমতি নিয়ে কপি করা।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৪৫