মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মাদ সা: কে নিয়ে তৈরি করা ফিল্ম কেন্দ্র করে মুসলিমদের মাঝে বিশ্বময় যে জাগরণ সৃষ্টি হয়েছিল-তা নিকট ইতিহাসে খুব বেশি চোখে পড়েনি। পাজিসংঘের সাধারণ সভায় মুসলিম রাষ্ট্র প্রধানদের (বাংলাদেশ ছাড়া) ভাষণে এর বিরোদ্ধে একযোগে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ এর আগে অন্য কোন ইস্যুতে খুব একটা দেখা যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মুসলিম এমনকি অমুসলিমদের মাঝেও...মুহাম্মাদ সা: এর প্রতি আগ্রহ বেড়ে গিয়েছিল বহুগুন। তাঁর সম্পর্কে বেখবর লোকদের মাঝে তাঁকে জানার একটি উপলক্ষ তৈরি হয়েছিল। মুসলিম বলয়গুলোর পারস্পরিক দুরত্ব এই ইস্যুতে বাহ্যত না হলেও কার্যত কিছুটা কমে আসছিল। ঠিক সেই মুহুর্তেই পশ্চিমারা বিশ্ব নজর অন্য দিকে ফিরিয়ে নিয়ে মুসলিমদের বিস্মৃত করে ফেলতে সক্ষম হয়েছে। তারা বিন্দুকে সিন্ধু বানিয়ে তেঁতুলের বিচিকে তাল করে দেখিয়ে নিয়ে এসেছে মালালা ইস্যু!
একই গুলিতে আরো একটি শিকার করেছে তারা। সেটা হলো-বিশ্বময় নিন্দিত পাকিস্তানের সোয়াতে ড্রোন হামলার পক্ষে নৈতিক সমর্থন বা সমীহ আদায় করে নিল আমেরিকা। এমনকি প্রয়োজনে পাকিস্তানে তালেবান দমনের অজুহাতে সেনা ঘাঁটিও স্থাপনের ক্ষেত্র তৈরি হয়ে গেল! যা এশিয়া অঞ্চলে খবরদারী ও চীনকে চোখ রাঙ্গনোর কাজ দিবে।
বরাবরের মতোই নামধারী মুসলিমদের কে তারা বোকা বানিয়ে ধোকা দিয়ে মালালার জন্য কাঁদিয়ে ছেড়েছে। আক্ষেপ মুসলিমদের প্রতি!! যার প্রাপ্য চোখের জল তাকে দেখায় অগ্নিচক্ষু, আর অগ্নিচক্ষুর প্রাপকদের জন্য গড়ায় তাদের চোখের জল!
কে এই মালালা? কেন তার জন্য মরিয়া আমেরিকা? কেন তোলপাড় বিশ্ব মিডিয়ায়? পড়ুন আমার এই ব্লগের সুত্র সমৃদ্ধ আগের লেখাটি।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১২ দুপুর ১:৫৮