মালালাল জন্য কাঁদছে সারা বিশ্ব! আক্ষেপ!! এই কান্নাটা যদি ফিলিস্তিনের হতভাগড়া শিশুদের জন্য হতো!! তালেবান হামলার শিকার সোয়াতের শিশু মালালার জন্য যারা কেঁদে সিন্দু বইয়ে দেয়, সেই সোয়াতেই আমেরিকার ড্রোন হামলায় মৃত্যু ও পঙ্গুত্ববরণকারী হাজার হাজার শিশুর জন্য তাদের চোখ থেকে বিন্দুও গড়ায় না!!
কি এমন কম্ম করে ফেলেছে "মালালা"? গোটা বিশ্বে তাকে নিয়ে তোলপাড় শুরু হয়েছে! তার এক ভিডিও ক্লীপে শুনলাম-সে বলেছে- '...আমার আইডল হলো বারাক ওবামা ও (নাস্তিক) বে-নজীর ভুট্টো। মালালার ওবামা ভক্তি ' তার এক ডায়েরির কার্টিংয়ে দেখলাম-লেখা আছে-"বোরকা হলো পস্তর যুগের জিনিস, আর দাড়িওয়ালা লোক দেখলে আমার ফিরআউনের কথা স্মরণ হয়ে যায়।"
তাকে তালেবানরা হামলা করেছে। সে এখন হিরো। এরচেয়ে হাজারগুন নির্মভাবে আরো ছোট ছোট বহু শিশু ফিলিস্তিনে প্রতিনিয়ত পঙ্গু ও নিহত হচ্ছে ইয়াহুদীদের দ্বারা। তারা হিরো তো দুরের কথা, সংবাদে ঠাইও পায় না। তাদের আর মালালার মাঝে একমাত্র পার্থক্য হলো-তাদের আইডল মোহাম্মদ সা: আর মালালালর মডেল ওবামা।
আবারো বলছি-ইসরাইলী হায়েনাদের খুনের শিকার ফিলিস্তিনের মাজলুন শিশু আর আমরেকির ড্রোন হামলার শিকার সোয়াতের অন্যসব শিশুর সাথে মালালার মাঝে একমাত্র পার্থক্য হলো-তাদের আইডল মোহাম্মদ সা: আর মালালালর মডেল ওবামা। মালালার জন্য মায়াকান্না আর তাদের জন্য কান্নার ভানও না!! ধিক এই বিশ্বকে!!! ধিক নামধারী মগজহীন মুসলিমদেরকে!!!
তার ডায়েরির কার্টিংয়ের ছবি।মালালার দাড়ি ও বোরকার প্রতি অনিহা এতে দাড়ি ও বোরকার প্রতি তার মানসিকতার কথা লিখেছে। যদিও এর তেমন গ্রহণযোগ্যতা নেই, তে তার লেখা পোলিও বিষয়ক বইয়ে এ বিষয়ে পরিস্কার মন্তব্য করেছে সে। সে বইটির কারণে তাকে দেওয়া হয়েছে এওয়ার্ড।মালার এওয়ার্ড
এছাড়াও শুনুন তার মুখ থেকে-
এরপরও হয়তো অনেকে বলবেন-আফগানিস্তান বা ফিলিস্তিনের গুলো দুর্ঘটনা, আর এটা হলো আক্রমন। আমি তাদের বলবো-গড়পরতায় ড্রোন হামলাকে যদি দুর্ঘটনা বলা হয়, ফিলিস্তিনে লোকভর্তি বাড়ি গুড়িয়ে দেওয়াকে যদি দুর্ঘটনা বলা হয়-তবে ইচ্ছাকৃত বলা হবে কোনটাকে? তাছাড়া ছবির জবা্ইয়ের দৃশ্যের মতো দৃশ্য নেটে ভুরি ভুরি রয়েছে। সর্বশেষ মিয়ানমারের বৌদ্ধদের গণহত্যার দৃশ্যগুলো তো এখনো তাজা।
সবকিছু বাদ দিলেও একটা কথা পরিস্কার। তাহলো- আমেরিকা কাদের উপর এতোবেশি খোশ থাকে তা বুঝতে এযুগের কোন সচেতন মানুষের বেগ পাওয়ার কথা নয়। তাছাড়া তথাকথিত নারীবাদিদের ধ্যনধারণা কি সেটাও সবার জানার কথা।
তাই বলি, আমরা যেকোন হত্যাকান্ডের বিরোধি, কিন্তু এক মালালার জন্য গোটা দুনিয়ায় হৈচৈ ফেলে দেওয়া ইয়াহুদীবাদি মিডিয়ার স্ট্যন্সবাজি ছাড়া কিছু নয়। মিডিয়া অনেক জিরোকে হিরো আবার অনেক হিরোকে জিরো বানিয়ে ছাড়ে।
অমুসলিমরা কারসাজি করবে এটাই স্বাভাবিক। তবে আক্ষেপের বিষয় হলো- মিডিয়ার মিথ্যাচারে প্রতারিত বেশিরভাগ মুসলমান। যার প্রাপ্য চোখের জল তাকেই দেখায় তারা অগ্নিচক্ষু!! আর রাঙ্গাচক্ষুর প্রাপকদের জন্য ঝরায় চোখের জল!!
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৫৪