২০০৮ সালের হিসাব অনুযায়ী সুরঞ্জিত পরিবারের ব্যবসা বাণিজ্য সহ সকল খাত মিলে আয় করতেন বছরে ২১ লক্ষ ১৮ হাজার ২ শত ৩৯ টাকা।
সুরঞ্জিতের পরিবারের দেনা ছিল, ৬৬ লক্ষ ৭৮ হাজার টাকা।
সুরঞ্জিতের পরিবারের স্থাবর অস্থাবর সম্পদ ছিল, ৪ কোটি ২৩ লক্ষ ৯হাজার ১ শত ৫২ টাকা।
এই খানে তার নিজের এবং পরিবারের স্থাবর অস্থাবর এবং আয় করা সম্পদের হিসাব এবং দেনা কত তার হিসাব দেওয়া আছে, কিন্তু তার দৈনিক বা বাৎসরিক কত ব্যয় আছে তা আপনারাই ধারণা করেন।
কিন্তু রেলপথ-মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের ছেলে সৌমেন সেন গুপ্ত টেলিকমিউনিকেশন্স লাইসেন্স
পেয়েছেন।৫ কোটি টাকা খরচ করে, এইটা কি আশ্চর্য হওয়ার মত খবর নয় যে যার স্থাবর অস্থাবর সম্পদ ছিল ৪ কোটি ২৩ লক্ষ সে কোন আলাদীনের চেরাগ পাইলো যে ৩/৪ বছরে ৫কোটি টাকা আয় করে পেললো????
৪ বছরে ঐ পরিবারের যদি কোন ব্যয় না হয় তাহলেও তাদের দেনা দিয়ে ২৬ লক্ষ টাকার মত থাকার কথা। কিন্তু ২৬ লক্ষ ৫কোটি হইলো কেমনে?