গানা (ঘানা) পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র। গানার (ঘানা) পশ্চিমে আইভরি কোস্ট, উত্তরে বুর্কিনা, পূর্বে টোগো এবং দক্ষিণে গিনি উপসাগর অবস্হিত। ঘানা মানে "ওয়ারিয়র কিং "। আধুনিক ঘানা কয়েকশত মাইল উত্তর-পশ্চিমে ঊর্ধ্ব নাইজার নদীর তীরে অবস্থিত, মধ্যযুগীয় সাম্রাজ্য ঘানার নামে দেশটির নামকরণ করা হয়। ঘানা যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে।১৯৫৭ সাল পর্যন্ত এটি গোল্ড কোস্ট নামের একটি ব্রিটিশ উপনিবেশ ছিল।
ঘানার পতাকা
ঘানার মানচিত্র
গানার (ঘানা) রাজধানী ও বৃহত্তম শহর আক্রা। ঘানার অফিসিয়াল ভাষা ইংরেজি। ইংরেজি সরকারী ভাষা হলেও বেশির ভাগ ঘানাবাসী কমপক্ষে একটি আফ্রিকান ভাষায় কথা বলতে পারেন।এই দেশটিতে ১০০-রও বেশি জাতির লোকের বাস।
গানার (ঘানা) রাজধানী আক্রা।
আক্রা
Kwame Nkrumah সমাধিস্তম্ভ
কৃষি দেশটির অর্থনীতির মূল ভিত্তি এবং স্বর্ণখনিশিল্প, চকোলেটের উপাদান কোকোয়া উৎপাদন, এবং পর্যটন দেশটির আয়ের প্রধান উৎস।এখানকার বেশির ভাগ লোকই দরিদ্র।
ঘানার আয়তন: মোট ২৩৮,৫৩৫ বর্গকিমি (৮৩তম) ৯২,০৯৮ বর্গমাইল। জনসংখ্যা: (২০০৯) আনুমানিক ২৩,৮৩২,৪৯৫ ঘনত্ব ৯৯.৯১ /বর্গকিমি (১০৩তম) ২৫৮.৮ /বর্গমাইল। মুদ্রা: ঘানাইয়ান সিডি (GH ₵) (GHS)
ঘানার খাদ্য
ঘানার লেক Volta পৃথিবীর বৃহত্তম জলাধার।
লেক Volta
ফুটবল এদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। ফিফা বিশ্বকাপ ২০১০ এ ঘানা তৃতিয় আফ্রিকান দেশ হিসাবে কোয়াটার ফাইনালে যায়। এর আগে ক্যামেরুন ১৯৯০ এবং সেনেগাল ২০০২ কোয়াটার ফাইনালে কোয়ালিফাই করে।
ঘানার ডাকটিকেট
ঘানার সৈকত
কি যাবেন নাকি ঘানায়? বাংলাদেশে ঘানার এম্বাসি নেই। বাংলাদেশ থেকে ঘানার ডাইরেক্ট ফ্লাইট নেই।
তথ্যসুত্র: গুগুল এবং উইকি
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৩০