(১)
আমার আগে জলের সময়, হাত রেখেছি জলে।
এখন আমার পাপের সময়- ঠোঁট রেখেছি জলে
আমার পরে খরার সময়; ঘুম পেতেছি তাই।
আমার এখন পোড়ার সময়- জলের উপর ছাই।
পোড়ার মাঝে ছাইয়ের জীবন- খরার মরা জলে
জলের জীবন আমার কাছেই; পাপের শিখায় জ্বলে।
আমি জল ছাড়া কিছু নই- জলের শিকড়ে হাত;
সকল জল তবে পাপেই মিশে আছে নাথ?
কত আয়ু শেষ হয়ে যায়- কত বায়ু বয়
হে ঈশ্বর কত প্রাণ ঠায় দাড়িয়ে আছে
পাপটা আমায় দিয়ে জল রেখেছ কাছে
তুমি কেমন প্রভু গো- রূপটা দেখতে হয়!
আমার এখন পাপের সময়- ঈশ্বরের দরবারে।