পশ্চিম আফ্রিকার দর্শনীয় জায়গাগুলোর মধ্যে ওলোমো রক অন্যতম। এটি প্রাচীন নগর “আবেকোটা” এ অবস্থিত। আবেকোটা নামের অর্থ “পাথরের নিচে”। ১৯শত শতাব্দীর সময়ে উপজাতীয় যুদ্ধের সময় “এগবা” উপজাতীয়রা এখানে আশ্রয় নিয়েছিল। ওলোমো রক “এগবা” উপজাতীয়দের নিরাপদ আশ্রয় দেওয়া ছাড়াও শ্ত্রু পক্ষের গতিবিধি পর্যবেক্ষন ও আক্রমনে বিশেষ ভুমিকা পালন করে। পরবর্তি সময়ে ওলোমো রককে কেন্দ্র করে জনবসতির বিস্তার ঘটতে থাকে।
বানিজ্য নগরী ল্যাগস খুব কাছেই ওলোমো রক। রাস্তায় যদি কোন জ্যাম না থাকে তো ১ ঘন্টা ৪৫ মিনিটেই পৌঁছে যাবেন ওখানে। আবেকোটা যাবার পথে আকাঁবাকাঁ পাহাড়ি পথ দেখতে দেখতে বাংলাদেশের রাঙ্গামাটি অথবা বান্দরবন যাবার অনুভুতি পেতে পারেন।
২০০৬ সালে ওলোমো রকে বড় ধরনের সংস্কার করা হয়। যার ফলশ্রুতিতে এখন এখানে পাবেন আধুনিক ক্যাফেটেরিয়া, মিউজিয়াম, পাথরের ঝর্ণা আর দীর্ঘ পাথরের সিঁড়ি পাড় হওয়া থেকে রক্ষা পেতে আছে লিফট।
গাড়ি নিয়ে গেলে ওলোমো রকে প্রবেশের মুখেই আপনার দলের ধরন বুঝে টিকিট কাটতে হবে, যা আপনার সাথে আনা গাড়ি/ক্যামেরা/খাবার/প্রতিজন উপর ভিত্তি করে পে করতে হবে। আপনি যদি লিফট ব্যবহার না করেন তাহলে মাথাপিছু লাগবে ৫০০ নাইরা। আর লিফট সহ ৯০০ নাইরা। সাথে ক্যামেরা/খাবার থাকলেও আপনাকে অতিরিক্ত কিছু নাইরা পে করতে হবে।
মোট তিন লেভেলে বিভিক্ত ওলোমো রক। এই তিনটি স্তরেই পৌঁছানোর জন্য তিনটি লিফট আছে।
সবচেয়ে নিচের স্তর/গ্রাউন্ড লেভেলঃ সম্পুর্ন ওলোমো রকের ভিউ এখান থেকে পাবেন। নিচে আছে কার পার্কিং, মিউজিয়াম, রেস্টরুম, ক্যাফে, বিশ্রাম নেবার জন্য পাথরের তৈরী আসন, পাথরের তৈরী ঝর্ণা।
মাঝখানের স্তর, ৮ তলায়ঃ নিচ থেকে পাথরের সিঁড়ি ভেঙ্গে পৌঁছে যাবেন মাঝখানের স্তরে। পাথরের মাঝথেকে বেড়ে উঠা গাছের ছায়ায় পাথরের আসনে বসে বিশ্রাম নিতে পারেন কিছুক্ষন। উপভোগ করতে পারেন ঝিরিঝিরি বাতাস আর আসে পাশের ছোট হয়ে যাওয়া জনবসতি।
এখান এসে আপনি দুইটি পথ দেখতে পাবেন। পাথরের পাশ ঘেঁষে ডান দিকের পথটি ধরে চললে আপনি পৌঁছে যাবেন যুদ্ধের সময়ে এগবাদের লুকানোর যায়গায়।
আর ডান দিকেরটি চলে গেছে রক গার্ডেনে এ। রক গার্ডেনে যাবার পথে দুই পাথরের মাধখানে যে সংকির্ন পথটি দেখতে পাবেন সেটি এগবাদের ব্যবহার করা পাথরের উপরে উঠার জন্য প্রাচীন পথ। নিচের দেয়ালে খোঁদাই করা কিছু মুখোশ দেখতে পাবেন এই পথের মুখে।
রক গার্ডেনে পাথর আর গাছের ছায়ায় আলো আধারীর খেলা দেখতে দেখতে পার করে দিতে পারেন কিছুটা সময়।
এর পরে এগবাদের প্রাচীন পথটি ধরে উঠে যান মাঝের উপরের স্তরে।
মাঝখানের উপরের স্তর, ২০ তলায়ঃ সংকির্ন দুই পাথরের মাঝদিয়ে ধীরে ধীরে চলে যান উপরের স্তরে। আপনি এখন এখন ২০ তলায়। উপর থেকে আশে পাশে লোকালয় আরোও ছোট হতে দেখবেন। বিশ্রাম নিয়ে চলুন একবারে উপরের স্তরে।
উপরের স্তর, ২৩ তলায়ঃ সবচেয়ে উপরের স্তরে পৌঁছাতে পারবেন দু ভাবে। এক, রক গার্ডেন থেকে মানুষের তৈরী ৭ তলা সিড়িঁ পাড়ি দিয়ে। অথবা এগবাদের প্রাচিন পথ ধরে উপরের মাঝারি স্তরে গিয়ে এর পরে ঢালু পাথর বেয়ে উপরে।
যেভাবেই যান না কেন, ২৩ তলা সমান উঁচুতে উঠার পরে আপনার মনে হবে আপনি এভারেষ্ট জয় করে ফেলেছেন। যাক এই যাত্রায় আমরা এভারেস্ট নয় ওলোমো রক জয় করলাম।
মুলত আবেকোটা পাথরের নগরী। চারিদিকে ছড়িয়েছিটিয়ে আছে অনেক ছোট বড় পাথর। আর জনবসতি গড়ে উঠেছে এই সব পাথরের আশেপাশে। ওলোমো রকের চূড়া থেকে দূরে আকাঁবাকাঁ যে নদীটি দেখতে পাবেন, ওটার নাম ওগুন নদী। ষ্টেস্ট এর নাম অনুযায়ীই এর নাম করন। আবেকোটা শহরের সবচেয়ে উচু যায়গা থেকে অবলোকন করতে পারবেন শহরের পুরোটা অংশ। সাবধানতা হিসেবে পাথরের বিভিন্ন যায়গায় লাল রঙ্গের সীমান্ত রেখা আঁকা আছে।
ওলোমো রকের কো-অর্ডিনেটঃ 7°10'00.22"N 3°20'33.04"E