Payoneer আমাদের ফ্রিতে দিচ্ছে Master Card । উদ্দেশ্য পরিষ্কার, ব্যাবসায়িক প্রসার ।
যা হোক , Payoneer Master Card বাড়িতে এসে কার্ড দিয়ে যায় । এজন্য যা যা লাগবে, National ID card এর উভয় পিঠ স্ক্যানের image । যখন আপনি account খুলবেন তখন ফর্ম fill up করার সময় এক পর্যায়ে ID card এর image চাইবে ।
এবার নিচের link টাতে click করুন :
View this link
এরকম একটি পেইজ আসবে :-
Sign up now বাটনে ক্লিক করুন, তখন নিচের ছবির মতো একটি পেইজ আসবে।
এই ফর্ম fill up করুন এবং next button চাপুন। একপর্যায়ে আপনার এর ইমেজ চাইবে । তাতে ID ইমেজ add করুন। ফর্ম পূরণ করার পর আপনার ই-মেইলে confirmation message আসবে ।
ব্যাস, কাজ শেষ, ২-৩ সাপ্তাহের মধ্যে আপনার ঠিকানায় Payoneer Master Card পৌঁছে যাবে।
স্মরণীয়ঃ-
১। National ID এর ইমেজ যেন ঝাপসা বা ঘোলা না হয়।
২। Payoneer Master Card টি হাতে আসার পর Payoneer এর official site এ গিয়ে card টি active করে নিতে হবে ।
৩। নতুন কার্ডটিতে টাকা লোড করার আগেই যদি আপনি ATM booth
প্রবেশ করান, তবে আপনার কার্ডটি বাতিল হয়ে যাবে।
৪।এবং আপনার reference এ কেউ যদি Payoneer Master Card এর জন্য আবেদন করে তবে আপনি ২৫% বোনাস পাবেন, তবে সে যদি card load করে ।
আরো কিছু জানতে চাইলে কমেন্ট করুন। ধন্যবাদ
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:২৪