হেরাক্লিটাসের মতে," জগতের সমস্ত কিছুই পরিবর্তনশীল, সব কিছুই নিয়ত রূপান্তরিত হচ্ছে তাই বিশ্বে পরিবর্তনের চেয়ে স্থায়ী নয় আর কিছুই।"
হেরাক্লিটাস (আনুঃ ৫৩৫-৪৭৫ খ্রিঃ পূঃ)
প্রাচীন গ্রীক দার্শনিকদের মতোই তাঁর জীবন ও কর্ম সম্পর্কে খুব বেশিকিছু জানা যায় না, কতোগুলি বিচ্ছিন্ন রচনা এবং বিভিন্ন লেখকের সংগৃহীত তাঁর কতক উক্তিই মাত্র আমাদের সম্বল । এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, এরিস্টটল ও তাঁর ছাত্র থিওফ্রস্তাস এবং ডায়জেনিস ল্যরটিইয়াস। "থিওফ্রস্তাস" থেকে ডায়জেনিস ল্যরটিইয়াস উদ্ধৃতি করেন '' তিনি এতো বেশী বিষাদে আচ্ছন্ন থাকতেন যে, তাঁর বেশীরভাগ লেখাই অসম্পূর্ণ "। এজন্য তাঁকে ''ক্রন্দনরত" দার্শনিক হিসাবে উল্লেখ করা হয়।
হেরাক্লিটাস মত প্রকাশ করেন, পরিবর্তনই ধ্রুব , সব কিছুই ধারাবাহিকভাবে পরিবর্তিত হয়ে চলছে, এক বস্তু রূপালাভ করছে ভিন্ন বস্তুর তাই কোনো কিছুই নেই স্থির।
এক্ষেত্রে হেরাক্লিটাসের বিখ্যাত উক্তি" এক নদীতে কেউ দুবার গোসল করতে পারেনা, যেহেতু পানির স্রোত সততই প্রবাহমান"[সেনেকা উদ্ধৃত]
সুতরাং পরিবর্তনের এই দুনিয়ায় প্রত্যেক দিনই নতুন সূর্য উঠে।
মিলেটাসদের মতো তিনিও মহাবিশ্বের মৌলিক সত্ত্বা নিয়ে চিন্তা করেছেন।
এক্ষেত্রে হেরাক্লিটাস বলেন, সমস্ত কিছুর উৎপত্তি আগুন থেকে, আগুনের ক্রমিক রূপান্তরে অন্যকিছুর উদ্ভব। আগ্নির নির্বাণে বায়ুর জন্ম, বায়ুর নিবৃত্তিতে জল, জলের শেষে মাটি এভাবে ক্রমাগত।[এখানে]
রাফায়েলের"The School of Athens"থেকে(১৩ নং figure)
সবই আগুন আর আগুন থেকেই সব, উপর থেকে নিচে আর সামনে থেকে পিছে, সবই আসলে এক, বিজ্ঞতা হলো বৈচিত্রের মাঝে ঐক্য খুঁজে পাওয়া।
তিনি আরো বলেন,[বার্ট্রান্ড রাসেল থেকে ] আত্মা গঠিত অগ্নি ও পানির মিশ্রণ থেকে এবং আত্মার সুমহান অংশ আগুন দ্বারা এবং নিকৃষ্ট অংশ পানি দ্বারা গঠিত। সেহেতু এর উদ্দেশ্য তরলতা বর্জন করে আগুনে পরিপূর্ণ হওয়া । তাঁর মতে "শুকনো" আত্মাই সর্বোৎকৃষ্ট।
(ভুল-ত্রুটি নিজগুণে ক্ষমা করবেন, এবং ভুল-ত্রুটি কেউ উল্লেখ করলে যথাসম্ভব সংশোধন করে নেব)
আরও জানতে:- ১) হেরাক্লিটাস ২) হেরাক্লিটাস ৩) হেরাক্লিটাস
পিডিফ ফর্মেটে ডাউনলোড করুন
“বার্ট্রান্ড রাসেলের”:- A History of Western Philosophy
পূর্ববর্তী পোস্টঃ
বিভিন্ন তত্ত্ব ও মতবাদ (১) :- পানি বা জল তত্ত্ব
বিভিন্ন তত্ত্ব ও মতবাদ(২) :- অসীম বা সীমাহীনতা তত্ত্ব
বিভিন্ন তত্ত্ব ও মতবাদ(৩) :- বায়ু মতবাদ
বিভিন্ন তত্ত্ব ও মতবাদ (৪) :- সংখ্যা মতবাদ
বিভিন্ন তত্ত্ব ও মতবাদ (৫) :- গ্রিক একেশ্বরবাদ
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১:১৫