অ্যানাক্সিমিনিস(আনু৫৮৫-৫২৮ খ্রিঃ পূঃ )
তাঁর মতে "বিশ্বের সমস্ত কিছুর উৎপত্তি বাতাস বা বায়ু থেকে "
তিনি ছিলেন অ্যানাক্সিমেন্ডারের ছাত্র, যেখানে তাঁর গুরু বলেন
"মহাবিশ্বের সমস্ত কিছুর উৎপত্তি সীমাহীনতা বা অনির্দিষ্টতা বা অসীম থেকে " অন্যদিকে থেলিসের মতে পানি থেকে
সেখানে তাঁর মতে সেই মূল নিমিত্ত হল বায়ু, তিনি যুক্তি দেখানঃ- বায়ুর সংকোচন-প্রসারণ থেকেই বিভিন্ন জিনিসের উৎপত্তি।বায়ু প্রসারিত হয়ে প্রথমে আগুনের ফুলকি, আরও প্রসারিত হয়ে জলন্ত আগুন; বিপরীতক্রমে সংকুচিত বা ঘনীভূত হয়ে জলীয়বাষ্প ক্রমে মেঘ-বৃষ্টি/পানি,ঘনীভূত হয়ে মাটি তারপর পাথর।এই পর্যায়ক্রমিক ঘনীভবন এবং স্ফীতির (rarefaction-condensation) বিপরীতমুখী অবস্থা থেকেই বিপরীত দশাসমূহের সৃষ্টি; যেমনঃগরম-ঠাণ্ডা,উত্তপ্তা-শীতলতা,শুষ্কতা কিংবা স্যাঁতসেঁতে।
তিনি আরও বলেন, পৃথিবী সমতল বা চ্যাপ্টা এবং পৃথিবী বিশাল বায়ুর মধ্যে ভেসে আছে গাছের পাতার মত অন্যদিকে চাঁদ-সূর্য ও অন্যান্য জ্যোতিষ্কসমূহ ক্রমাগত এবং চক্রাকারে ঘুরে চলেছে পৃথিবীকে; অনেকটা যেন মাথায় পরে থাকা টুপির মত।এছারাও তিনি একটি যুগান্তকারী মন্তব্য করেন "সূর্য কখনো পৃথিবীর এক প্রান্তে ডুবে যায় না, বরং পৃথিবীর অন্যপ্রান্তে উদিত হয়"।
অ্যানাক্সিমিনিসের এই চিন্তার মিল পাওয় যায় ছান্দোগ্য উপনিষদের চতুর্থ অধ্যায়ের ঋকভ নামক চরিত্রে।
(ভুল-ত্রুটি নিজগুণে ক্ষমা করবেন, এবং ভুল-ত্রুটি কেউ উল্লেখ করলে যথাসম্ভব সংশোধন করে নেব)
আরও জানতেঃ- ১) অ্যানাক্সিমিনিস ২) অ্যানাক্সিমিনিস ৩) অ্যানাক্সিমিনিস
প্রাচীন গ্রীক দার্শনিক
"ঋকভ" সম্বন্ধে জানতে
পূর্ববর্তী পোস্টঃ
বিভিন্ন তত্ত্ব ও মতবাদ (১) :- পানি বা জল তত্ত্ব
বিভিন্ন তত্ত্ব ও মতবাদ(২) :- অসীম বা সীমাহীনতা তত্ত্ব
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৫