সত্যিকার ভালবাসা নাকি আজকে কোথাও নাই,
সত্য ভালবাসার খোঁজে দুনিয়া ছুটে বেড়াই ।
কেউ না পাক ; আমি ভাই পেয়েছি তাহারে খুঁজে
আমার কল্পনার আকাশে সে উড়ে চলে মাঝে মাঝে ।
তোমাদের কারো সাথে যদি ভাই কভু হয় তার দেখা
দয়া করে ভাই বলে দিও তারে আমার মনের কথা ।
বলে দিও তারে আজো আমি তাহারেই খুঁজে ফিরি
কবে সে আসবে কল্পনা ছেড়ে বাস্তবে রূপ ধরি ।