জানিনা এর শুরু কোথায়
হয়তো কোন একদিন চোখাচোখিতে,
অথাবা কোন গল্পের আড্ডায়।
তোমার সৃতি হাতরিয়ে আমি শুরুর সন্ধানে,
আমার দিন কাটে কেবল তোমার ভাবনায়।
দু'টি জীবন পাশাপাশি
চলছে আপন মনে
তাদের সুমধুর কানাকানিতে জীবনকে সপ্নীল মনে হয়,
তাদের গতির কাছে সময় হার মানে।
আমি তাকাই সামনের দিকে,
যেখানে সপ্নীল ভবিষ্যতের হাতছানি।
সব বাঁধা, সব নির্রমমতার চোখরাঙানি
আমি উপেক্ষা করি।
বলা হয় নি তোমায়
বলা হয় নি ধরবে কি এই হাত ?
পাড়ি দেবে কি গহীন রাত?
যেখানে নিরাশারা সর্বদা অট্যহাসি দেয়
যেখানে সর্বদা সংশয় উঁকি মারে।
আমার দিন রাত কাটে তার ভাবনায়
সংশয় দানা বাঁধে মনে, হয়তোবা হারানোর ভয়ে।
আমার দিন কাটে শুরুর সন্ধানে,
আমার দিন কাটে শুধু তারই ভাবনায়........