তিন
আজ একটা অদ্ভুত ঘটনা ঘটলো। এক অপরিচিত এয়ারটেল নাম্বার থেকে আমার এয়ারটেল নাম্বারএ ৬ বার কল আসলো, একটু পর দেখি আমার বাংলালিঙ্কেও আসছে। একই নাম্বার। রিসিভ করলাম। একটা অপরিচিত, মিষ্টি সুরেলা মেয়েকণ্ঠ কানের কাছে বেজে উঠল। সে পরিচয় দিল, আমার সাথে একইস্থানে পড়াশুনা করে, কিন্তু জুনিয়র ক্লাস। ভবিষ্যতে আমার কাছ থেকে সাহায্য পাবে এই আশায় আমার নাম্বার জোগাড় করছে। পড়ালেখা সংক্রান্ত সাহায্যের ব্যাপারে আমি অনেক উদার। সবাইকে সবসময় যেভাবে সম্ভব সাহায্য করতাম, বিনিময়ে কিছু কখনও আশা করতাম না, তাই ব্যাপারটা আমার কাছে সিম্পল ছিল। যাইহোক আমার মনে একটা খটকা লাগল, আমার ৪ বছরের বিবিএ লাইফে কখনও আমি ঠিকমত আমার ক্লাসম্যাটদের সাথে কথা বলিনি, উল্টা মেয়েদের এড়িয়ে চলতাম, অথচ এই মেয়ে নাম্বার জোগাড় করে কল দিল, তাও এতবার? আর তাই যাচাই করার জন্য আধা ঘণ্টা পর আবার আমি কল দিলাম, নাম-ধাম জিজ্ঞেস করলাম, কিছুই সরাসরি বলল না। ভাসা ভাসা উত্তর। বুঝতে পারলাম, মনিকা আমার পিছনে ফেউ লাগিয়াছে, বুঝতে পেরে খুব রাগ লাগল। চুরি ত চুরি, আবার সিনাঝুরি। এখনও আমি মনিকাকে নিয়ে পুরো ক্লিয়ার না, অথচ এরমধ্যে আমাকে টেস্ট করার জন্য গুপ্তচর লাগাইছে। তখন আমিও পুরা ৪২০ মত অভিনয় শুরু করলাম। যাতে মনিকা বুঝে ওর উদ্দেশ্য সফল হইছে, আমি আসলেই একটা ৪২০। মনিকার ওই সন্দেহ দেখে খুব খারাপ লাগল, আর তাই মনে হল ওকে শিক্ষা দেয়া দরকার। আর তাই ৪২০ মত ওই মেয়ের সাথে অনেকক্ষণ কথা বললাম। ফোন রেখে আম্মু ও ছোট বোনকে ব্যাপারটা জানালাম, আম্মু বলল হয়ত কেউ দুস্তামি করছে। পরে রেহাকেও বললাম, ইচ্ছা করে বললাম না আমি যে বুঝতে পেরেছি, মনিকার গুপ্তচর এটা। ভাবলাম, বললে বেচারি কষ্ট পাবে, কারন রেহা আমাকে হয়ত অনেক ভালবাসে। জানলে হয়ত আরও বেশি কষ্ট পাবে। শুধুশুধু একটা মানুষকে কষ্ট দিতে ইচ্ছা করল না। ওই মেয়ে আমাকে যে পরিচয় দিল, তাই বললাম রেহাকে। কিছুক্ষণ পরে মনিকার ছোট ভাইয়ের নাম্বারে কল দিই। ভাগ্যক্রমে মনিকা রিসিভ করে, আবারও অনেক অভিযোগ করে আমাকে নিয়ে। আমি আর বেশি কিছু বললাম না। কারন যে আমার পিছে গুপ্তচর লাগাইছে, তার সাথে কথা বলতে মেজাজ খারাপ লাগছিল। এখনও মনিকার সাথে আমার সম্পর্ক বেশিদিনের না, অথচ এর মধ্যে পরীক্ষা করা শুরু করছে, আর সারাজীবন হলে না জানি কি করত। তাও জানিনা, এটাকে কি প্রেম বলে কিনা, শুরু থেকে সমস্যা। আর একটা মানুষ যদি সম্পর্কের শুরুতে এতো সন্দেহ করে, তার মানে সে আমাকে কতটুকু ভালবাসে, সেটা নিয়ে আমি সংশয়। আমার এখন মনে হচ্ছে মনিকা আমাকে কক্ষনো ভালবাসে নাই, ও যা দেখাইছে সেটা ছিল জাস্ট আবেগ। আর আবেগ কক্ষনো বেশিদিন টেঁকে না। আমার বন্ধুরা বলল, এসব ফালতু মেয়েদের নিয়ে চিন্তা করে সময় নষ্ট না করার জন্য। কোথায়ে যেন পড়েছিলাম, যে তোমাকে ভালবাসে, তাকে ভালবাস, যে বাসে না, তাকে নয়। ঠিক বলছে। চিন্তা করলাম শুধু শুধু মনিকার কথা ভেবে জীবন নষ্ট করার মানে হয় না, আমি উল্টা বোকার মত একটা মেয়ের ফাঁদে পা দিলাম। এরপরও অনেক চেষ্টা করলাম, কিন্তু কোন লাভ হল না, ভাবলাম হয়ত মনিকা নিজের ভুল কখনও নিজেই শূদ্রে নিবে। মনিকাকে আমি তখনও পুরো ভালবাসতে শুরু করিনি। ওকে অনেক ভাল লাগতো, কিন্তু ওটা আর ভালবাসা পর্যন্ত গড়ানোর সময় পেল না। মানুষের ভালোলাগা আর ভালবাসা এক নয়। মনিকাকে ভাল লাগতো, কিন্তু ভালবাসতে শুরু করার আগেই............
১ম পর্ব
২য় পর্ব
(চলবে....................................)