কয়েকদিন আগে বিকালবেলা হাতিরপুলে বিরাট জটে আটকে ছিলাম। সহসা রিকশা সামনে আগানোর কোন আশা দেখা যাচ্ছে না, ট্রাফিক পুলিশ ঘেমেনেয়ে একাকার, গালাগালি লাঠিরবাড়ি সমানে চলছে রিকশাওয়ালাদের উপর। কিন্তু কেবা শুনে কার কথা । আমাদের রিকশাওয়ালা পাশে একটু ফাকা পেয়েই রিকশা ঢুকাতে গিয়ে বাধিয়ে দিয়েছে আরেকটির সাথে, সামনে পিছনে সরে আসার জায়গাও নাই, রিকশাওয়ালাদ্বয় গালাগালি বিনিময়ে ব্যস্ত। ট্রাফিক পুলিশ এসে ঘটনার নায়ক রিকশাওয়ালাদের কয়েক ঘা লাগিয়ে রাগে গজরাতে গজরাতে বললেন "এই দেশে ত্রিশ কোটি মানুষ, আর ঢাকা শহরেই আছে পনের কোটি, সরকার ঠিকমতো গুনতে পারে নাই"!

আমি মনে মনে বললাম হতে পারে
