আজ সকলে লিফটে উঠছিলাম ১০তলায় আমার অফিসে, ৭ম তলায় এক লোক নামার সময় তাড়াহুড়া করতে গিয়ে তার মাথার সাথে আমার মাথায়
গুতো লাগিয়ে দিলেন। আমি সরি বলে নিজেকে সামলে নিলাম। কিন্তু তিনি কিছু না বলে আমার মাথা টেনে নিয়ে তার মাথায় আরেকবার ঠুশ করে লাগিয়ে দিয়ে নেমে পড়লেন।

অফিসে গিয়ে কলিগদের ঘটনা জানাতেই একজন বললেন বেচারা হয়তো অবিবাহিত তাই বিয়ের আগে মাথায় শিং গজানোর রিস্ক নেননি!!
পাদটীকা: প্রথম পোস্ট, বাংলা লিখতে গিয়ে অবস্তা কাহিল..।