ইয়েসউদ্দিনের ভাষনের উপর ধইন্যাপাতা জ্ঞাপন আর নারকীয় বিডিআর বিদ্রোহের উপর শোকালোচনা করতে গিয়ে পুরোনো স্টাইলে চলছে ননস্টপ মিথ্যাচার,ব্যাক্তিগত আক্রমন।সরকার/বিরোধী দলীয় এমপিদের সবাইকে ছাড়িয়ে মিথ্যাচারে এখনও এগিয়ে আছে ডিজিটাল নেত্রী শেখ হাসিনা।
ডিজিটালীয় মিথ্যা ১-- রোববার সংসদে শেখ হাসিনা বলেছেন ডিএডি তৌহিদকে গ্রেফতার করা হয়েছে অথচ মঙ্গলবার র্যাব ডিএডি তৌহিদকে গ্রেফতার করে লালবাগ থানায় হস্তান্তর করে।
ডিজিটালীয় মিথ্যা ২ -- বিরোধী দলীয় সংসদদের সামনের সারির আসন নিয়ে হাসিনা বলেছেন বিগত সংসদে বিরোধীদল সামনের সারিতে আসন পেয়েছিল ৬টি ।কিন্তু প্রকৃত তথ্য হচ্ছে ৮ম সংসদে বিরোধী দল আসন পেয়েছিল ৮টি।
ডিজিটালীয় মিথ্যাচার ৩ --হাসিনার ভাষ্যমতে ২০ হাজার কোটি টাকা খরচ করে বিগত জোচ সরকার এক মেগাওয়াট বিদ্যুৎও জাতিকে দিতে পারেননি। কিন্তু বর্তমান বিদ্যু প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সরকার দলীয় সংসদ খালিদ মাহমুদ চৌধুরীর এক প্রশ্নের উওরে সংসদকে জানিয়েছেন জোট সরকারের আমলে ১৩হাজার ৫১২ কোটি টাকা ব্যয় করে ৫৫৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে।
মাননীয় প্রধানমন্ত্রী আপনার ডিজিটাল বাংলাদেশে স্বপ্নে বিশ্বাস করেছিলাম।আপনার কাছ থেকে এমন মিথ্যাচার শিক্ষা নিয়ে আপনার দলীয় সংসদরা যদি আপনার মত শুরু করে দেয় তাহলে সংসদ জনগণের জন্য নয় মিথ্যা বলার স্কুল হবে ।আপনার মুখের লাগাম দিয়ে সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলুন।আমাদের ডিজিটাল বাংলাদেশ উপহার দিন।