জাতীয় দৈনিকগুলোর কল্যানে টক অব দ্যা বাংলাদেশ সামছু পাগলার আস্তানায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।সামহোয়ার ইন ব্লগেও সামছু পাগলা আর সাহারা খাতুনরে নিয়া অনেকে মশকরায় ব্যাস্ত।কয়েকজন ব্লগারকে দেখলাম বউ পাওয়ার আশায় দোয়া চাইতে সামছু পাগলার আস্তানায় যাওয়ার ঘোষনা দিয়েছে।ব্লগারদের মশকরাকে স্মরণীয় করে রাখতে সামহোয়ার টিভির মডুমিয়া হানা দিয়েছিল ব্লগারদের পিসিতে। তো চলেন ব্লগাররা কে কি কয়।
উগ্র বিরোধী দলীয় ব্লগার -- তদন্ত কমিটি থেকে বাদ পড়ার কষ্ট ভোলার জন্য সামছু পাগলার দরবারে গিয়েছিল গান্জা খাইতে।

বিরোধী দলীয় নারী ব্লগার-- কারুরে কিছু কইয়েননা সামছু পাগলার সাথে সাহারা খাতুনের ইটিস-পিটিস আছে।

ফানি ব্লগার -- বিশ্ব পীর প্রতিযোগিতায় প্রথম হওয়ায় সামছু পাগলারে অভিনন্দন জানাতে গিয়েছিল সাহারা খাতুন।

সরকার দলীয় ব্লগার -- সব বিএনপির দালালদের অপপ্রচার ।বিটিবি,জনকন্ঠ কোথাও কি বলা হয়েছে সাহারা খাতুন সামছু পাগলার আস্তানায় গিয়েছিল।বিএনপির দালালদের আইপি সহ ব্যান চাই।

সুশীল ব্লগার-- কারো ধর্মীয় স্বাধীনতা নিয়ে তামাশা করা ঠিক না।

জেনারেল ব্লগার -- আমি কিছু শুনি নাই (ইহা একটি নিরাপদ কমেন্ট)

নাস্তিক ব্লগার-- জয় সামছু বাবা জয় সাহারা খাতুন।

লুল ব্লগার: সহজে লুলালিত করতে দোয়া চাহিতে

সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০০৯ দুপুর ২:০১