সম্মানিত(?) মীনা ফারাহ /মীনা রানী সাহা,
সন্তানের মৃত্য শোকে কাতর মায়েদের বিলাপের ছবি আর আহাজারীর বাক্যগুলো পত্রিকার পাতায় প্রায় ছাপা হয়।বিলাপরত মায়েদের ছবি আর আহাজারির আমার মত পত্রিকা পাঠকদের প্রায় কাঁদায়।কিন্তু জীবনে এই প্রথম সন্তানের লাশ নিয়ে মায়ের আহাজারি নয় পত্রিকার পাতায় পড়তে হয়েছে আপনার মত মায়ের হীন.বিকৃত মানসিকতার খবর।গত ১২ই সেপ্টেম্বর ২০০৮ দৈনিক ইত্তেফাকে 'নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশী যুবকের লাশ দাফনে জটিলতা ' শিরোনামের পুরো সংবাদে আপনার যে হীন,বিকৃত মানসিকতার পরিচয় পেয়েছে তাতে আপনার প্রতি ঘৃনায় বারবার শিহরিত হয়েছি।অপ্রিয় হলে ও সত্য আপনার জ্যেষ্ঠ পুএ শাফায়েত রেজা জয়ের মৃত্যতে আপনার প্রতি সমবেদনা নয় আনমনে থুথু বেরিয়ে এসেছে বেশ কয়েকবার।
আপনি হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্ম গ্রহন করেছেন।আপনার পূর্বনাম মিনা রানী শাহা;বর্তমান নাম মিনা ফারাহ।এবং আপানর সন্তান শাফায়েত রেজা জয় আপনারই সন্তান।ব্যক্তি জীবনে শাফায়েত রেজা নিয়মিত নামাজ পড়তেন।ধর্মীয় রীতিনীতি যতটা পারতেন মেনে চলতেন।শাফায়েত যেদিন সড়ক দুর্ঘটনার শিকার হয় সেদিন রোজা রেখেছিল,তারাবীর নামাজও আদায় করেছিল।শাফায়েতের ধর্মীয় বিশ্বাস প্রমান করে শাফায়েত একজন মুসলমান।যে কোন বিবেকবান মানুষ মাএই স্বীকার করবে শাফয়েত রেজা জয়ের শেষ বিদায় হবে ইসলাম ধর্মানুসারে।কিন্তু আপনি কোন যৌক্তিতে শাফায়েতের লাশ হিন্দু ধর্মানুসারে ভষ্ম করার দাবী করেন?আপনি কেমন মা সন্তানের লাশ জ্বলন্ত মেশিনে ঢ়ুকিয়ে পুড়িয়ে ছাই করে দিতে চান?আপনি তো নিজেকে আধুনিক,সুশীল,মানুষেয় মানবাধিকারে বিশ্বাসী বলে নিজেকে প্রচার করেন।কেমন আপনার আধুনিকতা ?কেমন আপনার মানবাধিকারের প্রতি বিশ্বাস য়ে মুসলিম হয়েও ইসলাম ধর্মে বিশ্বাসী আপনার সন্তানকে হিন্দুরীতিতে পুড়িয়ে ভস্ম করতে চান?আপনার মানবাধিকার কি আপনাকে মৃত ব্যক্তির ধর্মের প্রতি শ্রদ্ধা দেখ তে শেখায় না?আপনার সন্তান যদি হিন্দু রীতিনীতি মেনে চলত তাহলে আপনার চাওয়াটা যৌক্তিক হত।
মরহুম জিয়াউর রহমানকে অসম্মান করে বই লিখে,বিভিন্ন সভা-সেমিনারে জিয়াউর রহমানকে অশ্লীল ভাষায় গালি দিয়ে আপনি বিতর্কের জন্ম দিয়েছেন।অনেকে বলে আপনি বিতর্কিত হয়ে নিজেকে জনপ্রিয় করতে চান।এতদিন এ কথাঠা বিশ্বাস না করলেও এবার বিশ্বাস করতে হচ্ছে আপনি বিতকের্র মাধ্যামে জনপ্রিয় হওয়ার সস্তা মানসিকায় বিশ্বাসী।কারণ,যে নিজ সন্তানের লাশ নিয়ে অহেতুক ধর্মীয় বিতর্ক করার গর্বিত(?) মা আপনি।আগামী দিনের ইতিহাস আপনাকে ঘৃনা ছাড়া আর কি দেবে?
আপনি কি এখন মুসলমান না হিন্দু?যদি হিন্দু ধর্মে বিশ্বাসী হয়ে থাকেন তাহলে আপনার উচিত মিনা ফারাহ নাম ত্যাগ করে পূর্বের নাম মীনা রানী শাহা গ্রহন করা।নিজেকে হিন্দু বলে ঘোষনা দেওয়া। যেন আপনার মৃত্যর পর আপনার লাশ হিন্দু ধর্ম অনুসারে শেষকৃত্য হবে নাকি মুসলমানের মত কবরস্থ করা হবে তা নিয়ে আপনার আপনজনদের কামড়া-কামড়ি করতে না হয়।