
প্রিয় বন্ধুরা,উপরের ছবিটি কোন শিল্পীর শিল্পকর্ম নয়।নয় কোন ভিন দেশের দুর্ভিক্ষের ছবি।ছবিটি আমাদের প্রিয় বাংলাদেশের নীলফামারী জেলার জলঢাকা উপজেলার পূর্ব কাঁঠালী গ্রামের যতিন্দ্র নাথের স্ত্রী পেলকী রায়ের।প্রথম সন্তান জন্মের পর স্বামী নামের কাপরুষ,ভন্ড,প্রতারক,বেহায়া যতীন্দ্র নাথ পেলকী রায়কে রেখে পালিয়ে যায়।সেই থেকে অভাব অনটনের শুরু।ভিক্ষা করে অনেকগুলো বছর পার করলেও এখন শারীরিক অসুস্থতা আর বয়সের ভারে এখন আর ভিক্ষা করার শক্তিও নাই পেলকী রায়ের।পেলকী রায় এখন ক্ষুদা আর অসুস্থতার সাথে মিতালী করে বেঁচে থাকার জন্য কোন রকম বেঁেচ আছে।
হে দেশদরদী দেশসেবক নেতারা,হে জননেতা-জননেএীরা,হে স্বাধীনতার পক্ষে-বিপক্ষের শক্তিরা,হে বিদেশী প্রভুদের পা চাঁটা গোলাম বুদ্ধিজীবিরা,হে সুশীল সমাজের সুশীল বাবুরা আপনারা আর কত জনগণের নামে রাজনীতি করবেন?আর কতকাল নিজেদের বিবেক বিক্রির করে বিদেশী প্রভুদের গুণগান গাইবেন?আর কতকাল স্বাধীনতার পক্ষের শক্তি পরিচয়ে গোল টেবিলে আলোচনা,মিটিং-মিছিল,কনফারেন্স করে টাকা নষ্ট করবেন?আর কতকাল মুক্তিযুদ্ধ নিয়ে সমাবেশ করে মুক্তিযোদ্ধাদের মারধোর করবেন??আর কত?আর কত?????
আসুন না ধর্ম,বর্ন সব ভেদাভেদ ভুলে আমরা পেলকী রায়দের পাশে দাঁড়াই;বিলাসী জীবনের মাতালতা পরিহার করে অগনিত পালকী রায়দের মুখে হাসি ফুটায়।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০০৯ দুপুর ২:০৩