এইবার নারী দিবসে সরকার আচমকা এটা কি ঘোষণা দিয়া বসিল! নারীরা কোন ধরনের সমান অধিকার চাই ? সম্পত্তিতে নারীর সমান অধিকার নিয়ে বেশ টেনশনে আছিরে ভাই ? কারে এই মনের জ্বালা বুঝাই ? পুরুষের মত কাজ করার যাদের ক্ষমতা নাই, তারা আবার সমান অধিকার চায় ?
আসলে নারীর অধিকার বা নারীর স্বাধীনতার নামে কতিপয় বামপন্থিরা নারীদের বিশ্বায়নের পণ্য হিসাবে ব্যবহার করছে, নারী এখন বিজ্ঞাপনের ভাষা। স্বাধীনতা কিংবা সমান অধিকারের কথা বলে নারীদের মান-ইজ্জত ভূলুণ্ঠিত করাই তাদের লক্ষ্য। এখন কি সমাজে নারীদের কেউ ভালো চোখে দেখে ? যৌন কামনা না থাকলে বিয়েই করতমান না !
চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটা প্রবাদ আছে সেটা বলি, ছঁইয়রে গিল, বউয়রে কিল' (শিম গাছকে লম্বা হওয়ার সুযোগ আর বউকে দিতে হবে পিটা)
আসলে নারী স্বাধীনতা বা সমান অধিকার নিয়ে যতই মাতামাতি করুন না কেন নারীদের সমান অধিকার দেয়াটা বড়ই রিস্কের বিষয়। কারণ, নারীরা স্বাধীনতা পেলে হুঁশ জ্ঞান হারিয়ে ফেলে সব স্বামীদের অবমাননা শুরু করবে, সংসার ভেঙ্গ যাবে। বর্তমানে নারঅ স্বাধীনতার ডাকের কারণে বাংলাদেশের পারিবারিক বন্ধন এখন হুমকির মুখে !! আমাকে নারী-বিদ্বেষী ভাবার দরকার নেই। কারণ, পুরুষদের অধিকার হরণ করে নারীদের স্বাধীনতা দিলে নারীরা রাজত্ব করবে ঠিকই। তবে মনে রাখতে হবে, দুর্বলের রাজত্ব বড় ভয়ংকর !!
সরকার ধর্ম সংস্কার করতে চাইছে নাকি, বুঝে ওঠতে পারছি না। এই মতামতের জন্য অবশ্যই আমাকে অনেকেই জামায়াতী দালাল বা মৌলবাদী ভাববেন। আমি আসলে ঠিক কথাই বলছি। ঠিক কি-না প্রিয় সচেতন ব্লগার ভাইয়েরাই বলুন ...।