যারা ফেসবুকের মোবাইল ভার্শন ব্যবহার করেন অথবা মোবাইলের মাধ্যমে ফেসবুক ব্যবহার করেন, তারা যদি কোন ফ্রেন্ডকে মেন্শন করে কিংবা ট্যাগ করে কিছু লিখতে চান তবে নিচের নিয়মটি প্রয়োগ করে দেখতে পারেন। এটা দৃষ্টি প্রতিবন্ধী ব্যাক্তিদের জন্য খুবই কাজে লাগবে। কারণ; দৃষ্টি প্রতিবন্ধী মানুষের জন্য ফেসবুকের মোবাইল ভার্শনটি খুবই এক্সেসেবল।
পদ্ধতি:
প্রথমে ব্রাউজার ওপেন করুন। তারপর এ্যাড্রেসবারে যান। সেখানে m.facebook.com লিখে ক্লিক করুন। ফেসবুকের লগইন পেজ আসলে আপনার ইউজার নেম আর পাসওয়াড দিয়ে লগইন করুন।
এখন যেই ফ্রেন্ডকে মেন্শন করে কিছু লিখতে চান অথবা ট্যাগ করতে চান, তার প্রফাইল ওপেন করুন।
এবার তার ফেসবুক কন্টাক আইডিটি কপি করুন।
তারপর ব্রাউজারের আরেকটি ট্যাব ওপেন করুন এবং সেখানে findmyfacebookid.com লিখে ক্লিক করুন।
যে পেজটি ওপেন হবে সেই পেজের এডিট বক্সে “facebook.com/আপনার কপি করা আইডিটা পেষ্ট করুন”। এবার “lookup numeric id” বাটনটিতে ক্লিক করুন। আপনাকে একটি নিউমেরিক আইডি দেখাবে, সেটাকে কপি করুন।
এখন আপনার ফেসবুকে ফিরে আসুন,
যেখানে লিখতে চান সেখানে যান এবং নীচের নিয়মটি ফলো করে লিখুন-
“@” সাইন দিন, “[“ শুরু করুন, কপি করা নিউমেরিক আইডিটি পেষ্ট করু, “:” সাইন দিন, “]” ক্লোজ করুন। যেমন: @[123456:]।
এবার যা লিখতে চান লিখুন এবং পোষ্ট করুন।
দেখবেন আপনার বন্ধুটিকে মেন্শন অথবা ট্যাগ করা হয়ে গেছে। আশা করি পদ্ধতিটি কাজে লাগবে।
এ এস এম আশিকুর রহমান অমিত
টেকনিক্যাল এ্যাডভাইজার (গবেষণা ও উন্নয়ন বিভাগ), টিম ইন্জিন লিমিটেড
ইমেল- [email protected]
ফেসবুক- [email protected]