আমরা সবাই হ্য়ত এতদিনে জেনে গেছি যে কি পরিমাণ অত্যাচার করে আদিবাসী নেতা চলেশ রিছিল-কে হত্যা করা হয়েছিল। যে পরিমাণ অত্যাচার তার উপর করা হয়েছিল, তা ১৯৭১ এ পাকিস্তান সেনাবাহিনীর অত্যাচার বা যেকোন মধ্যযুগীয় নৃশংসতার থেকে কোন অংশে কম নয়।
যাই হোক, সেই অত্যাচারের বিবরণ দেওয়া আমার এই পোস্টের উদ্দেশ্য নয়, সেই নার্ভও আমার নেই। আজকে জানতে পারলাম যে, নিহত চলেশ রিছিলের অসহায় পরিবারকে সাহায্যের জন্য একটি ফান্ড খোলা হয়েছে। বিস্তারিত পাবেন নিচের লিংকে।
আমাদের তুচ্ছ পরিমাণ সাহায্যই হোক আমাদের নিজ নিজ প্রতিবাদ।
http://hridoyabangladesh.org/gpage.html
বিঃদ্রঃ : লিন্ক কেমন করে দিতে হয় মনে নাই। তাই কষ্ট করে কপি-পেস্ট করতে হবে। আর আমি জানি না, আমার আগে ব্লগে আর কেউ এই ফান্ডের কথা বলেছে নাকি। বলে থাকলে আমাকে একটু কষ্ট করে জানাবেন। এই পোস্ট মুছে দিব।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০০৭ রাত ৩:০০