মাঝে মাঝে অনুভব করেন, আপনি আসলে লেখক হয়ে জন্মেছেন।
খুব গল্প বলতে ইচ্ছে করে।
খুব ইচ্ছে নিজের বলার মতো একটা গল্প লিখে ফেলার।
প্রতিটা মানুষের মতো আপনার ভেতরেও অনেক অনেক গল্প আছে।
অনেক অনেক গল্প আপনাকে তাড়িয়ে বেড়ায়।
আপনাকে ভেতর থেকে বলে, এই ঘটনাটা লিখে ফেলার মতো।
কিন্তু জানেন না, কিভাবে লিখলে পাঠক বলবে, হ্যাঁ, এটা ভালো গল্প হয়েছে।
আপনার জন্য এ লেখালেখির কর্মশালা।
একেবারে বিনা খরচে।
বাড়িতে বসে আরামে।
অনলাইনে।
আর যদি সত্যি গল্প লিখতে শিখে যান, 'গল্পের হাট' আপনার গল্প কিনে নেবে ।
উপযুক্ত সম্মানী দিয়ে, সম্মানের সঙ্গে।
বিশ্বাস হয় ?
এই রকম সুযোগ বার বার আসবে না।
বিস্তারিত নিচের লিংকে ---
গল্পের হাট
১. ০১ লা অক্টোবর, ২০২১ সকাল ১০:৩২ ০