সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সব লোকের প্রচুর দেখা পাওয়া যায়। অন্য মানুষ যতই যুক্তি দেখাক, সে যা বলে তার বাইরে আর কোন যুক্তি শোনে না। তার কথাই চূড়ান্ত। তার কথার পরে অন্য কারো কথা থাকতেই পারে না।
ভদ্রভাষায় এদের বলা হয় তাল গাছবাদী। অভদ্র ভাষায় বলা হয় মৌলবাদী।
এরা বিশ্বাসে মৌলবাদী বা তালগাছবাদী। অথচ এরা মৌলবাদীদের বিরুদ্ধে প্রচুর কথা বলে। নিজে মৌলবাদী হলেও খবর নাই। তার ধারণা, সে যেহেতু নাটক সিনেমা দেখে, শিল্প সাহিত্য সংস্কৃতির খবর রাখে, নিজে শিল্প সাহিত্য সংস্কৃতির সমঝদার, সুতরাং সে বিরাট সুশীল। সে বিরাট সংস্কৃতিবান।
সংস্কৃতি শব্দটার মূল হল সংস্কার। আপনি যদি নিজের মতামতকে ভুল জেনেও গো ধরে বসে থাকেন, তাহলে সংস্কৃতিবান নন। আপনি মৌলবাদী। আপনি তাল গাছবাদী।
আপনি তাল গাছবাদী হোন। আমাদের কোন সমস্যা নাই। কিন্তু আপনার ‘সহমত ভাই’ বানানোর চেষ্টা করবেন না। আমাদের এত তাল গাছ নাই । আপনার তাল গাছ নিয়ে আপনি সুখে থাকুন।
দয়া করে অপরকে বাক স্বাধীনতা, গণতন্ত্র, মতামত প্রকাশের অধিকার নিয়ে জ্ঞান দেবেন না। আপনার নিজেরই এটা সম্পর্কে কোন জ্ঞান নাই। জ্ঞান থাকলেও ইগোর চাপে সেটা মারা গেছে।
বিশিষ্ট তাল গাছবাদী হিসেবে আপনার জীবন সুখের হোক।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০২০ দুপুর ১২:১৬