যারা লেখক হতে চান, তাদের জন্য এই সিরিজ। লেখক হতে হলে কোন কোন বইগুলি অবশ্যই পড়া উচিত সেটা মাথায় রেখে এই সিরিজটা লিখছি। কেবল বাংলা বই এই সিরিজের আলোচ্য বিষয়।
সিরিজের এই পর্বে এসে এমন কিছু বইয়ের কথা উল্লেখ করছি, যেগুলো পড়ার চেয়ে সংগ্রহে রাখা বেশি দরকার। লেখার সময়ে এই বইগুলো ব্যবহার করতে হবে।
বইয়ের নাম : শব্দসন্ধান শব্দাভিধান
লেখক : অধ্যাপক পি. আচার্য
প্রকাশক : বিকাশ গ্রন্থ ভবন
মূল্য : ১৩০ টাকা (ভারতীয়)
এটি একটা অভিনব অভিধান। এটা এক কথায় প্রকাশের অভিধান। আমরা ব্যাকরণ বইয়ে ‘এক কথায় প্রকাশ’ পড়েছি। সেই ‘এক কথায় প্রকাশ’ নিয়ে এই অভিধানটি লেখা হয়েছে। এই অভিধানে ৪০ হাজার ‘এক কথায় প্রকাশ’ সংকলনভুক্ত করা হয়েছে।
কয়েকটা উদাহরণ তুলে দেই। যেমন : অতি কর্মকুশল ব্যক্তি = ধুরন্ধর, ঘরের বৌ = পুরনারী, টাকা ধার দেবার কাজ = মহাজনি/মহাজনী, বিধবা হওয়ার পর পুনরায় বিবাহিতা নারী = পুনর্ভু, বিনা আহ্বানে এসে যে দায়িত্ব প্রার্থনা করে = উপযাচক। এই রকম ৪০ হাজার ‘এক কথায় প্রকাশ’ একসাথে। ব্যাপারটা দারুণ না ?
ভূমিকায় লেখক বলেছেন, শুধু ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রেই নয়, শিক্ষক, অধ্যাপক, লেখক - এক কথায় ভাষা ব্যবসায়ীর মাত্রের ক্ষেত্রেও দেখা যায় প্রয়োজনের সময় উপযুক্ত লাগসই শব্দটি ধরা দেয় না। তবে ব্যাখ্যা-বাক্যটি যদি জানা থাকে, তবে সহজেই সেই অধরা শব্দ-সুন্দরীর সন্ধান পাওয়া যেতে পারে এই ‘শব্দসন্ধান শব্দাভিধানে’। আর শব্দ-হেঁয়ালি বা শব্দসন্ধান যাঁদের নেশা, তাঁদের কাছে এই গ্রন্থখানি হতে পারে ‘হাতে পাঁজি মঙ্গলবার’।
আর কে না জানে লেখকরা হচ্ছে শব্দের সবচেয়ে বড় খেলোয়াড়। আপনি যদি শব্দ নিয়ে খেলতে চান, তাহলে এ রকম একটা বই হাতের কাছে থাকাটা দরকার। সংগ্রহ করে ফেলুন আজই।
চলবে......
পর্ব -০১ । পর্ব -০২ । পর্ব -০৩ । পর্ব -০৪ । পর্ব - ০৫ । পর্ব -০৬ । পর্ব -০৮ ।
নতুন লেখকদের জন্য শুদ্ধ বানান শেখার সিরিজ :
বাংলা বানান শেখার বই
পর্ব -১ । পর্ব -২ । পর্ব -০৩ । পর্ব -০৪ ।