গত দুটি পোস্ট দিয়ে ব্লগারদের মতামত নেয়ার চেষ্টা করেছি। বেশির ভাগ ব্লগার সেরা লেখা নির্বাচন করার পক্ষে । তবে আমার প্রস্তাবের সাথে অনেকে আরও ভালো ভালো বিষয় সংযোজন করেছেন।
আমি প্রথমেই তাদের এই সহযোগিতার জন্য অশেষ ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই রনি রাজশাহী ও শ্রাবণের ফুলকে সারপোকা ও ব্লগ আর্কাইভ ধারণার জন্য।
অবশেষে একটি চূড়ান্ত রূপ দিলাম আমার প্রস্তাবকে (সংশোধিত প্রস্তাব) :
কেন এই সেরা লেখা নির্বাচন :
০১) ভালো লেখাকে উৎসাহিত করা। একটা সুস্থ প্রতিযোগিতা তৈরি করা।
০২) বাঁধ ভাঙ্গার আওয়াজে এখন প্রচুর লেখা আসে। লেখা পোস্ট করার পরই দেখা যায় কিছুক্ষণের মধ্যে প্রথম পাতা থেকে লেখা সরে গেছে। ফলে যারা ব্যস্ত ব্লগার তারা ভালো লেখা খুঁজে পায় না এবং তাদের মূল্যবান সময় নষ্ট হয়।
০৩) যারা অভিযোগ করেন যে, বাঁধ ভাঙ্গার আওয়াজে ভালো লেখা পাওয়া যায় না, তাদের জন্য উপযুক্ত জবাব হতে পারে এই সেরা লেখা নির্বাচন।
০৪) ভালো লেখা নির্বাচন করার মাধ্যমে বাঁধ ভাঙ্গার আওয়াজকে আরও জনপ্রিয় করা।
আমার বর্তমান সংশোধিত ও আপাত চূড়ান্ত প্রস্তাব :
০১) সেরা ব্লগার নয়, সেরা লেখা নির্বাচিত হোক।
০২) ব্লগ কর্তৃপক্ষ নয়, নিরাপদ ব্লগারদের ভোটে নির্বাচিত হোক সেরা লেখা।
০৩) সেরা লেখা নির্বাচন করার জন্য প্রতিটি পোস্টের সঙ্গে একটি বাটন সংযুক্ত করা হোক। "সেরা লেখা" নামে বাটনটি নামকরণ করা যেতে পারে। ব্লগার ভাঙ্গা পেন্সিলের প্রস্তাব অনুযায়ী, সেই বাটন চাপার পর একটি ক্যাপচা থাকুক । এছাড়া ভোট কারচুপি ঠেকাতে যা যা টেকি ব্যবস্থা নেয়া যায় সব ব্যবস্থাই নেয়া হোক।
০৪) ব্লগার পূর্ণিমা প্রস্তাব করেছেন টপ টেন করতে, আমি সেটা সমর্থন করি। টপ টেন হলে অনেক বেশি ব্লগারের অংশগ্রহণ নিশ্চিত হবে।
০৫) প্রতিদিন বা সপ্তাহের ভিত্তিতে সেরা লেখা নির্বাচন করা যায়। তবে যেহেতু এখন ব্লগে অনেক লেখা আসে তাই প্রতিদিনের ভিত্তিতে নির্বাচন করা সম্ভব।
০৬) ক্যাটাগরি করতে বলেছেন অনেক ব্লগার, সেটা কোন ভোটের ভিত্তিতে নয়, বরং লেখক নিজেই নির্ধারণ করুক তার লেখাটি কোন ক্যাটাগরির। ক্যাটাগরি নির্ধারণ করার জন্য নতুন পোস্টের সংঙ্গে ক্যাটাগলি নির্ধারণ করার অপশন যুক্ত হোক।
০৭) যে কোন মূল্যে এই ভোট দানের ক্ষেত্রে কারচুপি বা জালিয়াতি ঠেকানোর ব্যবস্থা করা হোক।
০৮) নির্বাচিত লেখাগুলোর লিংক প্রথম পাতায় সেরা লেখা বা টপটেন নামের একটি প্যানেল বক্সে সংযোজিত থাকবে।
০৯) ক্যাটাগরি ভিত্তিক একটা ব্লগ আর্কাইভ করা যেতে পারে, যেখানে কেবল সেরা লেখাগুলোই থাকবে।
১০) এই নির্বাচন প্রক্রিয়ায় নিরাপদ ব্লগাররা রায় দিবেন, ব্লগ কর্তৃপক্ষ কেবল নির্বাচন কমিশনের মতো নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন। সেরা লেখা নির্বাচনে তাদের কোন মতামত বা পক্ষপাতিত্ব থাকবে না। তারা কেবল জালিয়াতি ও কারচুপি ঠেকানোর ব্যবস্থা করবেন।
১১) সেরা লেখা নির্বাচন, ভোট দেয়া, ভোটার হওয়া ইত্যাদি বিষয়ে ব্লগারদের মতামত নিয়ে সুষ্পষ্ট নীতিমালা তৈরি করবেন ব্লগ কর্তৃপক্ষ।
কারা হবেন ভোটার ? (এটি আমার নতুন প্রস্তাব)
ভোট দেয়ার ক্ষেত্রে কারচুপি বা জালিয়াতি প্রধান সমস্যা বলে ব্লগারদের মতামত। আমিও সেটা মনে করি। টেকি বিষয়গুলো ব্লগ কর্তৃপক্ষ দেখুক। একজন নতুন ব্লগার হঠাৎ করে এসে ভোটার হয়ে গেলে সে এই ব্লগের মেজাজ ধরতে পারবে না। তাছাড়া পোস্স্ট দেয়ার ক্ষেত্রে যেমন ফ্লাডিং ঠেকানো হয়, ভোটদানের ক্ষেত্রে তেমনি ফ্লাডিং ঠেকাতে হবে। তাই সবাইকে ভোট দান করার ক্ষমতা দেয়া ঠিক হবে না। আমার মতে, ভোট দান করার ক্ষমতা কেবল নিচের যোগ্যতা থাকলেই একজন ব্লগার পাবে :
০১) মডারেশন স্ট্যাটাস : যাদের মডারেশন স্ট্যাটাস সেফ বা নিরাপদ অর্থাৎ নিরাপদ ব্লগার।
০২) পোস্ট সংখ্যা : কমপক্ষে ৫০টি পোস্ট (পোস্ট সংখ্যা পরিবর্তন হতে পারে) করার পর একজন ব্লগার ভোটার হতে পারবেন।
০৩) নিকের বয়স : ৫০টি পোস্ট না করলেও কমপক্ষে ৬ মাস (সময়টি পরিবর্তন করা যেতে পারে) পর্যবেক্ষণের মধ্য দিয়ে যাওয়ার পর তিনি ভোটার হতে পারবেন।
০৪) মোট হিট সংখ্যা : কমপক্ষে ১০ হাজার হিট (সংখ্যাটি পরিবর্তন হতে পারে) পাওয়ার পর একটি নিক ভোটার হওয়ার যোগ্যতা অর্জন করবে।
০৫) কমেন্ট পাওয়া ও দেয়ার সংখ্যা : নিককে অন্তত ৬০০ (সংখ্যাটি পরিবর্তন করা যেতে পারে) কমেন্ট পেতে হবে এবং ৬০০ (সংখ্যাটি পরিবর্তন করা যেতে পারে) কমেন্ট করতে হবে।
০৬) মোট লগইন থাকার সময় : কমপক্ষে ৫০০ ঘণ্টা (সময়টি পরিবর্তন করা যেতে পারে) লগ ইন থাকার পর একটি নিক ভোট দেয়ার যোগ্যতা অর্জন করবে।
০৭) এভারেজ লগইন টাইম : নিকের মোট বয়স ও মোট লগইন সময় বিবেচনা করে দিনপ্রতি নিকের ১ ঘণ্টা (সময়টি পরিবর্তন করা যেতে পারে) এভারেজ লগইন থাকতে হবে।
০৮) লগইন ও ভোটদানের মাঝখানে সময় : লগইন করার পর ১৫ মিনিট (সময়টি পরিবর্তন করা যেতে পারে) পরে কোন নিক ভোট দান করার যোগ্যতা অর্জন করবে। এই ১৫ মিনিট সময়ে ব্লগার আজকের ব্লগের মেজাজ ধরতে পারবে। তারপর ঠাণ্ডা মাথায় ভোট দিতে পারবে।
০৯) কোন কারণে জেনারেল হয়ে গেলে তার ভোট দান ক্ষমতা রহিত হয়ে যাবে। (জেনারেলরা যেমন পোস্টটি আপত্তিকর বাটন দেখতে পান না, তেমনি সেরা লেখা বাটনটিও দেখতে পাবেন না।)
১০) কোন প্রকার ভোট জালিয়াতি বা কারচুপির সাথে কোন ব্লগার জড়িত হলে তার নিক আজীবনের জন্য ব্যান হয়ে যাবে।
সেরা লেখা নির্বাচনের ক্ষেত্রে ওই ব্লগার কে সেটা বিবেচ্য হবে না, বিবেচ্য হবে তার লেখা এবং তার লেখার প্রতি ব্লগারদের সমর্থন। পূর্ণ গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত হবে সেরা লেখা।
আমার আগের দুটি পোস্ট :
পুরোনো ব্লগারদের দৃষ্টি আকর্ষণ : কেউ বলবেন কি কিভাবে নির্বাচিত হত সপ্তাহের সেরা ব্লগার ?
ব্লগ কর্তৃপক্ষের কাছে একটি প্রস্তাব : অন্যদেরও মতামত চাই
(অফ টপিক : আজ সকালে দেখলাম, আমি নিরাপদ। খুব ভালো লাগছে। )
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:১০