এই ব্লগে অনেক অনেক পোস্ট আসে। তার মধ্যে কতগুলো পোস্ট খুবই ভালো। কিন্তু পোস্টের আধিক্যের কারণে সেই ভালো পোস্ট খুব দ্রুত সরে যায় প্রথম পাতা থেকে। ফলে দেখা যায় সেই ভালো পোস্টটা অনেক ব্লগার পড়তে পারে না। চিরতরে হারিয়ে যায় অনেক অনেক পোস্টের স্র্রোতে।
অনেক ব্লগারের হাতে সময় কম থাকে। তাদের পক্ষে ঘেটে ভালো পোস্ট বের করাও সম্ভব হয় না। ফলে সামহোয়ারইন ব্লগ সম্পর্কে তাদের ধারণা হয় একপেশে। তারা অভিযোগ করতে থাকেন, সামুতে ভালো লেখা পাওয়া যায় না।
এই সমস্যা থেকে থেকে বেরিয়ে আসার একটা সহজ উপায় আছে। প্রতিটি পোস্টের সঙ্গে কিছুদিন আগে "পোস্টটা আপত্তিকর" বলে একটা বাটন ছিল । ইদানিং সেটা নাই। ( আমার মডারেশন স্ট্যাটাস জেনারেল হওয়ায় আমি দেখতে পাচ্ছি না।)
ঠিক সেই রকম একটা বাটন প্রতি পোস্টের সাথে যোগ করে দেয়া যায়। তবে এবারের বাটন হবে "দিনের সেরা পোস্ট" । পাঠকের কাছে কোন পোস্ট সেরা মনে হলে তিনি ওই বাটনটি চেপে ভোট দেবেন। এভাবে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ভোট যেই পোস্ট পাবে সেটি হবে ওই দিনের সেরা পোস্ট।
প্রথম পাতায় দিন অনুসারে পোস্ট বলে একটা প্যানেল বক্স আছে। তার নিচে "দিনের সেরা পোস্ট " শিরোনামে একটা প্যানেল বক্স বানানো যেতে পারে। ওখানে তারিখ অনুসারে সাজানো থাকবে দিনের সেরা পোস্ট।
ফলে সহজেই পাঠক খুঁজে পাবে সেরা পোস্টগুলো।
ঠিক এই রকম একটা ধারণা থেকে তৈরি করা হয়েছে সারপোকা ও ব্লগ আর্কাইভ। কিন্তু অল্প কয়েকজন ব্লগারের পক্ষে এত বড় কাজ করা সম্ভব হলেও সবাই কামলা খাটবে কি না, সেটাই প্রশ্ন। তারচেয়ে "দিনের সেরা পোস্ট" নামের একটা বাটনই সহজে এইটার সমাধান করতে পারে। সামহোয়ারইন ব্লগের ভালো লেখাগুলো সবাই পড়তে পারবে খুব সহজেই। ব্লগ আরও জনপ্রিয় হবে।
সকল ব্লগারের মতামত আশা করছি।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২০